Homeরাজ্যবীরভূমটোটোয় কিউআর কোড, যান চলাচল ব্যবস্থা সুসংগঠিত করতে নতুন উদ্যোগ সিউড়িতে

টোটোয় কিউআর কোড, যান চলাচল ব্যবস্থা সুসংগঠিত করতে নতুন উদ্যোগ সিউড়িতে

প্রকাশিত

সিউড়ি শহরের যানজট সমস্যা মোকাবিলায় মঙ্গলবার থেকে স্থাননীয় টোটোগুলিতে কিউআর কোড লাগানোর কাজ শুরু করল পুরসভা। মঙ্গলবার জেলাশাসক বিধান রায়ের হাত থেকে কয়েক জন টোটোচালকের কিউআর কোড পেয়েছেন। এই প্রযুক্তি ব্যবহার করে যাত্রী সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়েছেন পুরকর্তৃপক্ষ।

কিউআর কোড স্ক্যান করে সাধারণ যাত্রী থেকে পুলিশ প্রশাসন, সবাই টোটো এবং তার চালকের তথ্য সরাসরি সার্ভার থেকে জানতে পারবেন। টোটো চালকের ফোন নম্বর, পরিচয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এই কোডে সংরক্ষিত থাকবে। যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার বা অন্য কোনো অভিযোগ থাকলে তা জানানোও সহজ হবে।

সিউড়ির পুরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমের কাছে বলেন, “যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে এবং পরিবহণ ব্যবস্থা আরও কার্যকর করতে আমরা এই পদক্ষেপ নিয়েছি।”

জানা গিয়েছে, সিউড়ি শহরে প্রায় তিন হাজার টোটো রয়েছে। এত বিপুল সংখ্যক টোটো রাস্তায় নামলে যানজট অনিবার্য হয়ে ওঠে। পথচারী থেকে শুরু করে বাইক এবং সাইকেল চালকেরাও সমস্যায় পড়েন। শহরের পাশাপাশি গ্রামীণ এলাকা থেকে আসা টোটোগুলিও শহরের পথ দখল করে থাকে বলে অভিযোগ।

 আরও উল্লেখযোগ্য বিষয় হল, নির্দিষ্ট কোনও টোটো সপ্তাহের কোন কোন দিন রাস্তায় নামবে, সেই তথ্যও ওই কোডের মাধ্যমে জানা যাবে। এতে শহরের যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ এবং স্বচ্ছ হবে বলে আশাবাদী পুর কর্তৃপক্ষ। টোটো ইউনিয়নের সম্পাদক শেখ কুরশেদ আলি জানিয়েছেন, রোটেশন পদ্ধতিতে টোটো চালানোর ভাবনাচিন্তা চলছে। কিউআর কোড স্ক্যান করে যাত্রীরা এই সংক্রান্ত তথ্যও জানতে পারবেন।

আগামী ২৫ দিনের মধ্যে সিউড়ি শহরের সমস্ত নথিভুক্ত টোটোতে কিউআর কোড লাগানো হবে। পুরসভার আশা, এই পদক্ষেপ শহরের পরিবহণ ব্যবস্থাকে আরও সুষ্ঠু করবে এবং যাত্রীদের জন্য নিরাপদ ও সুবিধাজনক পরিবেশ তৈরি করবে।

বীরভূমের জেলাশাসক বিধান রায় বলেন, “যানজট মুক্ত শহর গড়তে এটি প্রথম পদক্ষেপ।” তিনি আরও জানান, গ্রামীণ এলাকা থেকে শহরে আসা টোটোগুলি শহরের প্রবেশমুখেই যাত্রী নামিয়ে দেবে। শহরের মধ্যে শুধুমাত্র পুরসভার অনুমোদিত টোটোগুলিই চলাচল করতে পারবে।

পরিবহণ দফতর ইতিমধ্যেই টোটো চলাচল নিয়ে সমীক্ষা করার নির্দেশ দিয়েছে। সিউড়ি শহরের যানজট সমস্যার সমাধানে এই উদ্যোগ যে কার্যকরী ভূমিকা রাখবে, সেই আশাই করছেন শহরবাসী।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

ভিনরাজ্যে ‘অত্যাচারিত’ পরিযায়ীদের বাংলায় ফেরার আহ্বান মমতার, তৈরি হচ্ছে বিশেষ প্রকল্প

ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে বাংলায় ফিরে আসার আহ্বান মুখ্যমন্ত্রী মমতার। রাজ্যে ফিরলে রেশন, স্বাস্থ্যসাথী, স্কুলে ভর্তি–সব নিশ্চিত করবে সরকার।