Home খবর রাজ্য সোনারপুরে পদ্ম ফুটবেই! ‘তৃণমূলী কালচারের’ প্রতিবাদ করে দাবি যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণের

সোনারপুরে পদ্ম ফুটবেই! ‘তৃণমূলী কালচারের’ প্রতিবাদ করে দাবি যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণের

0

যাদবপুর: নাম ঘোষণার পর থেকেই প্রচারের কোনো খামতি রাখছেন না যাদবপুর লোকসভা নির্বাচন কেন্দ্রের বিজেপির প্রার্থীর ড. অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সকাল থেকে বিভিন্ন জায়গায় রোড শো করার পাশাপাশি পথসভা থেকে বিভিন্ন ধরনের কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। শুনছেন সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা।

সোনারপুর গোপালনগর খেয়াদহ দু’নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পথসভা থেকে তিনি এলাকাবাসীদের জলের সংকটের জন্য তৃণমূল পরিচারিত রাজ্য সরকারকে দায়ী করলেন। তিনি বললেন, কেন্দ্রীয় সরকার ৫২০ কোটি টাকা জলের জন্য বরাদ্দ করেছে কিন্তু রাজ্য সরকার জলের কথা বললেই কেন্দ্রীয় টাকা দেয়নি এমনই প্রচার করছে সর্বত্রই। তাই কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজকে আরও ত্বরান্বিত করতে ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃতীয় বারের জন্য মোদী সরকারকে আনা খুবই প্রয়োজন।

একইসঙ্গে তাঁর অভিযোগ, তৃণমূলের নতুন কালচার শুরু হয়েছে বিরোধীদের পোস্টার ছেঁড়া এবং দেওয়াল লিখন মুছে দেওয়া। এই কালচার বেশি দিন চলবে না, সোনারপুরে পদ্মফুল ফুটবেই এমনই আশাবাদী তিনি।

anirban2

সোনারপুর গোপালনগর সভা থেকে তিনি সাধারণ জনগণের উদ্দেশে বলেন, “যাঁরা দেবাদিদেবকে অপমান করেছেন, তাঁদের বিশ্বাস করবেন না, তৃণমূল দল সনাতনী বিশ্বাস করে না, সনাতনীদের এরা শেষ করে দেবে। সিপিআইএম এবং তৃণমূল দুটোই একই, তলায় তলায় বিরিয়ানি পার্টি চলে। সৃজন /সায়নী একই দেওয়ালে লেখা আছে। আর পদ্ম দেখলেই যত রাগ ওদের। কিন্তু মানুষের মনে পদ্ম রয়েছে, থাকবে, মন থেকে মুছে দিতে পারবে না, তাই এ বার সোনারপুরে পদ্ম ফুটবেই।”

আরও পড়ুন: এনআইএ-র বিরুদ্ধে এফআইআর পুলিশের, হামলায় গ্রেফতার এখনও শূন্য

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version