উত্তর ২৪ পরগনার হাবড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিজয় মালাকার (৩১) নামে এক ব্যক্তিকে। স্থানীয় সূত্রে জানা যায়, ধৃত একজন বিজেপি কর্মী। সোমবার তাঁকে আদালতে তোলা হয়। তবে অভিযুক্তের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গোয়ালবাটি এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন। গত ১১ মার্চ রাতে, শৌচালয়ে যাওয়ার সময়, তিনি গৃহবধূকে ধর্ষণ করেন বলে অভিযোগ। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা হয়েছে।
বিজেপি কর্মীর গ্রেফতার ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা বলেন, “লিখিত অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার, আইন আইনের পথে চলবে।” বিজেপি নেতা বিপ্লব হালদারও সঠিক তদন্তের দাবি তুলেছেন।