Homeখবররাজ্যরাত পোহালেই মাধ্যমিক, ফলাফলের দিনক্ষণ জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ

রাত পোহালেই মাধ্যমিক, ফলাফলের দিনক্ষণ জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ

প্রকাশিত

কলকাতা: আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত। এ বার ফলাফলের দিন ঘোষণা করে দিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দেন, মে মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বসেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “পরীক্ষার্থীদের যাতে কোনো রকম সমস্যা না হয় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। খুঁটিয়ে দেখা হচ্ছে প্রতিটি পরীক্ষাকেন্দ্র। পরীক্ষাকেন্দ্রের প্রস্তুতি নিয়ে আমরা যথেষ্ট সতর্ক।”

জানা যাচ্ছে, মোট ২৮৬৭টি পরীক্ষাকেন্দ্র করা হয়েছে। নিয়োগ করা হয়েছে ৪০,০০০-এরও বেশি পরীক্ষক এবং ৩৫,০০০-এরও বেশি পরিদর্শক। কোনো ভাবেই যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়ে যায় সে দিকে দেওয়া হচ্ছে বিশেষ নজর। অপ্রীতিকর পরিস্থিতি রুখতে কেন্দ্রের বাইরে মোতায়ন করা হবে পুলিশ।

চলতি বছরে পরীক্ষায় বসবেন প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী। অ্যাডিনোভাইরাসের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে এ বার আরও সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ। জানা যাচ্ছে, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ‘সিক রুম’-এর ব্যবস্থা করা হচ্ছে। থাকবেন স্বাস্থ্যকর্মীরা। এমনকি সচেতন থাকতে বলা হয়েছে পরীক্ষাকেন্দ্র নয়, এমন সব স্কুলের প্রধানদেরও।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে সমস্যার সমাধানে পৃথক হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা মেটাতে আসছে নতুন হেল্পলাইন নম্বর। নভেম্বরের মধ্যেই চালু হবে পরিষেবা, জানাল নবান্ন। নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত রেজিস্ট্রেশন পরিষেবা দিতে উদ্যোগী রাজ্য সরকার।