Homeখবররাজ্যর‍্যাগিংয়ের অভিযোগে সাসপেন্ড হওয়া বর্ধমান মেডিক্যালের ৭ পড়ুয়াকে ক্লাস করার অনুমতি দিল...

র‍্যাগিংয়ের অভিযোগে সাসপেন্ড হওয়া বর্ধমান মেডিক্যালের ৭ পড়ুয়াকে ক্লাস করার অনুমতি দিল হাইকোর্ট

প্রকাশিত

বর্ধমান মেডিক্যাল কলেজের সাত সাসপেন্ডেড ছাত্র- ছাত্রীকে ক্লাস করার অনুমতি দিল হাইকোর্ট। গত ১১ অক্টোবর ওই কলেজের কিছু ছাত্রদের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগে কলেজ কাউন্সিল তাঁদের সাসপেন্ড করে। ক্লাস এবং হোস্টেলে ঢোকা নিষিদ্ধ করা হয়। 

শুক্রবার কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে র‍্যাগিংয়ের অভিযোগে সাসপেন্ড হওয়া বর্ধমান মেডিক্যাল কলেজের সাত জন পড়ুয়া আপাতত ক্লাস করতে পারবেন। এ দিন বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশ দেন। তবে তাঁরা এখনও হস্টেলে প্রবেশের অনুমতি পাননি। ক্লাসে বাধা পেলে থানার সাহায্য নিতে পারবেন বলে আদালত নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১১ নভেম্বর নির্ধারিত হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর সাত জন পড়ুয়ার বিরুদ্ধে র‍্যাগিং করার অভিযোগ তুলেছিলেন বর্ধমান মেডিক্যাল কলেজের কয়েক জন ছাত্র-ছাত্রী। সেই অভিযোগের ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষ তাঁদের কলেজ ও হস্টেলে প্রবেশ নিষিদ্ধ করেন। এরপর ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ছাত্র-ছাত্রীরা হাই কোর্টের দ্বারস্থ হন।

সাসপেন্ড হওয়া পড়ুয়াদের পক্ষে আদালতে সওয়াল করে তাঁদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘র‍্যাগিংয়ের চার্জ কী, তা জানানো হয়নি। শুধুমাত্র অভিযোগ শুনেই কি পদক্ষেপ নেওয়া হয়েছে?’’ এই বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্ত আপাতত তাঁদের ক্লাস করার অনুমতি দেন।

এই সিদ্ধান্ত বর্ধমান মেডিক্যাল কলেজে সাম্প্রতিক ‘দাদাগিরি’ বিতর্কের প্রেক্ষাপটে এসেছে। আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর ‘দাদাগিরি’ বা হুমকি সংস্কৃতির অভিযোগ উঠে এসেছে, যা নিয়ে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের পরিস্থিতি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন তোলেন এবং রাজ্যকে না জানিয়ে কেন এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এই আবহে বর্ধমান মেডিক্যাল কলেজে র‍্যাগিংয়ের অভিযোগে সাসপেন্ড হওয়া পড়ুয়াদের হাইকোর্টের নির্দেশে ফের ক্লাসে ফেরার অনুমতি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ডাক্তারদের পরীক্ষার লাইভ স্ট্রিমিং, নজরদারি, স্বাগত জানাল ডব্লিউবিজেডিএফ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।