Homeখবররাজ্যর‍্যাগিংয়ের অভিযোগে সাসপেন্ড হওয়া বর্ধমান মেডিক্যালের ৭ পড়ুয়াকে ক্লাস করার অনুমতি দিল...

র‍্যাগিংয়ের অভিযোগে সাসপেন্ড হওয়া বর্ধমান মেডিক্যালের ৭ পড়ুয়াকে ক্লাস করার অনুমতি দিল হাইকোর্ট

প্রকাশিত

বর্ধমান মেডিক্যাল কলেজের সাত সাসপেন্ডেড ছাত্র- ছাত্রীকে ক্লাস করার অনুমতি দিল হাইকোর্ট। গত ১১ অক্টোবর ওই কলেজের কিছু ছাত্রদের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগে কলেজ কাউন্সিল তাঁদের সাসপেন্ড করে। ক্লাস এবং হোস্টেলে ঢোকা নিষিদ্ধ করা হয়। 

শুক্রবার কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে র‍্যাগিংয়ের অভিযোগে সাসপেন্ড হওয়া বর্ধমান মেডিক্যাল কলেজের সাত জন পড়ুয়া আপাতত ক্লাস করতে পারবেন। এ দিন বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশ দেন। তবে তাঁরা এখনও হস্টেলে প্রবেশের অনুমতি পাননি। ক্লাসে বাধা পেলে থানার সাহায্য নিতে পারবেন বলে আদালত নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১১ নভেম্বর নির্ধারিত হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর সাত জন পড়ুয়ার বিরুদ্ধে র‍্যাগিং করার অভিযোগ তুলেছিলেন বর্ধমান মেডিক্যাল কলেজের কয়েক জন ছাত্র-ছাত্রী। সেই অভিযোগের ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষ তাঁদের কলেজ ও হস্টেলে প্রবেশ নিষিদ্ধ করেন। এরপর ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ছাত্র-ছাত্রীরা হাই কোর্টের দ্বারস্থ হন।

সাসপেন্ড হওয়া পড়ুয়াদের পক্ষে আদালতে সওয়াল করে তাঁদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘র‍্যাগিংয়ের চার্জ কী, তা জানানো হয়নি। শুধুমাত্র অভিযোগ শুনেই কি পদক্ষেপ নেওয়া হয়েছে?’’ এই বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্ত আপাতত তাঁদের ক্লাস করার অনুমতি দেন।

এই সিদ্ধান্ত বর্ধমান মেডিক্যাল কলেজে সাম্প্রতিক ‘দাদাগিরি’ বিতর্কের প্রেক্ষাপটে এসেছে। আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর ‘দাদাগিরি’ বা হুমকি সংস্কৃতির অভিযোগ উঠে এসেছে, যা নিয়ে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের পরিস্থিতি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন তোলেন এবং রাজ্যকে না জানিয়ে কেন এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এই আবহে বর্ধমান মেডিক্যাল কলেজে র‍্যাগিংয়ের অভিযোগে সাসপেন্ড হওয়া পড়ুয়াদের হাইকোর্টের নির্দেশে ফের ক্লাসে ফেরার অনুমতি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ডাক্তারদের পরীক্ষার লাইভ স্ট্রিমিং, নজরদারি, স্বাগত জানাল ডব্লিউবিজেডিএফ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।