Homeখবররাজ্যরাজ্যের আবেদন খারিজ, হাওড়ায় রাম নবমীর মিছিলে অনুমতি হাইকোর্টের

রাজ্যের আবেদন খারিজ, হাওড়ায় রাম নবমীর মিছিলে অনুমতি হাইকোর্টের

প্রকাশিত

কলকাতা: হাওড়ায় রাম নবমীর মিছিলের রুট পরিবর্তনের ব্যাপারে রাজ্যের আবেদন খারিল করল কলকাতা হাইকোর্ট। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে বলে সাফ জানিয়ে দিল আদালত।

রাম নবমী আগামী ১৭ এপ্রিল। রামনবমী উদযাপন নিয়ে সতর্ক পুলিশ-প্রশাসন। ওইদিন পুজো ও পরের দিন মিছিল বেরোনোর সময় যাতে আইনশৃঙ্খলা ঠিক থাকে, সেসব নিয়েই আগাম প্রস্তুতি চলছে। এরই মধ্যে হাওড়ায় বিশ্ব হিন্দু পরিষদের রাম নবমীর শোভাযাত্রা নিয়ে রাজ্যের আপত্তিতে আমল দিল না আদালত।

অতীতে রাম নবমীর মিছিলে গন্ডগোলের সূত্র ধরে রাজ্য সরকার শোভাযাত্রার রুট বদলের আবেদন জানিয়েছিল। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে এই মামলার শুনানি হয়। যদিও হাওড়ার ওই শোভাযাত্রা নিয়ে রাজ্যের আবেদনে না দিয়ে হাইকোর্ট জানিয়ে দেয়, রাজ্য পুলিশ যদি সেই মিছিল নিয়ন্ত্রণ করতে না পারে, যদি তাদের পর্যাপ্ত বাহিনী না থাকে, তা হলে কেন্দ্রের বাহিনী চাইতে হবে রাজ্যকে।

মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, রাম নবমীর মিছিলে নিরাপত্তা দেওয়ার জন্য পর্যাপ্ত বাহিনী তাদের কাছে নেই। তাছাড়া গতবার ওই মিছিলকে কেন্দ্র করে অশান্তি হয়েছিল। তার এনআইএ তদন্ত চলছে। ১১ জনকে গ্রেফতার করেছে এনআইএ। এবছর একই পথে মিছিল হলে ফের অশান্তি হতে পারে।

এখানেই বিচারপতির বক্তব্য, মাত্র ২০০ জন শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। তার পরও যদি পুলিশ মিছিল নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে কিছু বলার নেই। বাহিনী কি সব ভোটের কাজে চলে গেছে না কি? তেমনটা হলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে মিছিলের ২৪ ঘণ্টা আগে বাহিনী চাইতে হবে রাজ্য পুলিশকে। সেই মতো নিরাপত্তার ব্যবস্থা করবে কেন্দ্রীয় বাহিনী।

একই সঙ্গে উচ্চ আদালত জানিয়ে দেয়, শোভাযাত্রায় ২০০ জনের বেশি লোক থাকলে তার দায় থাকবে সংগঠনের ৫ জনের, যাঁরা মিছিল নিয়ন্ত্রণ করবেন। তাঁদের নাম পুলিশকে জানিয়ে রাখতে হবে। একইসঙ্গে বলা হয়েছে, কোনও অস্ত্র ব্যবহার করা যাবে না। আদালতের নির্দেশ, একটি গাড়ি ব্যবহার করা যাবে শোভাযাত্রায়।

আরও পড়ুন: 

রাম নবমীর নেপথ্যে রয়েছে যে পৌরাণিক কাহিনি

রাম নবমী কী? পালন করা হয় কী ভাবে

রাম নবমী উদযাপনের সাক্ষী হতে ভারতের অন্যতম ৫টি গন্তব্য

রাম নবমী ২০২৪: জানুন তিথি, শুভ সময় ও উপবাসের নিয়ম

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআই-এ ভর করে চাকরির খোঁজ! পড়ুয়াদের জন্য চমক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

পড়ুয়াদের চাকরি খোঁজার সুবিধায় এআই বেসড জব সার্চিং টুল চালু করল মেদিনীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। জায়ান্ট স্ক্রিনে মিলবে দেশ-বিদেশের চাকরির বিজ্ঞপ্তি ও সরাসরি আবেদনের সুযোগ।

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।