কলকাতা: বাম যুবনেতা কলতান দাশগুপ্তের গ্রেফতার নিয়ে এবার রাজ্যের কাছ থেকে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ষড়যন্ত্র নিয়ে একটি ফোনালাপের অডিয়ো ক্লিপ সম্প্রতি প্রকাশ্যে আসে। এই ফোনালাপ প্রকাশের পরই বিধাননগর পুলিশ কলতানকে গ্রেফতার করে।
বাম যুবনেতার গ্রেফতারির বিরুদ্ধে ও তাঁর জামিনের দাবিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছিল। বুধবার মামলার শুনানির সময়, প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য কলতানের গ্রেফতারির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, যে ভিত্তিতে কলতানকে গ্রেফতার করা হয়েছে, তা আইনসম্মত নয় এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।
অন্যদিকে, রাজ্যের পক্ষ থেকে আইনজীবীরা দাবি করেন, অডিয়ো ক্লিপটিতে উল্লেখিত বিষয়গুলি গুরুতর এবং তদন্তের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আদালত এই বিষয়ে আরও বিস্তারিত রিপোর্ট তলব করেছে, যাতে গ্রেফতারির প্রক্রিয়া ও ঘটনার সার্বিক পর্যালোচনা করা যায়।
বামপন্থী রাজনৈতিক নেতারা কলতান দাশগুপ্তের গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন এবং তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি তাঁরা অভিযোগ করেছেন যে সরকার বিরোধী আন্দোলনকে দমন করার জন্য এই ধরনের গ্রেফতারি চালাচ্ছে। আগামী শুনানিতে আদালত রাজ্যের দেওয়া রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।