দক্ষিণবঙ্গে শীতের দাপট নতুন মোড় নিল। এত দিন ‘ফার্স্ট বয়’ হিসেবে পরিচিত বীরভূমের শ্রীনিকেতনকে পিছনে ফেলে সোমবার দক্ষিণবঙ্গের শীতলতম এলাকা হয়ে উঠল নদিয়ার কল্যাণী। এ দিন কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা সর্বনিম্ন তাপমাত্রার তালিকায় দার্জিলিঙের পরেই। উল্লেখ্য, দু’দিন আগেই শ্রীনিকেতনে পারদ নেমেছিল ৬.৫ ডিগ্রি পর্যন্ত।
অন্য দিকে, কলকাতায় রবিবার তাপমাত্রা কিছুটা বেড়ে ১৫ ডিগ্রি হলেও সোমবার ফের ঠান্ডা বাড়ে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রাও ২৩.৯ ডিগ্রির বেশি ওঠেনি। ফলে সকাল-সন্ধ্যায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে মহানগর জুড়ে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত শীতের হাত থেকে রেহাই নেই। সংক্রান্তিতেও ঠান্ডা থাকবে। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও ২–৩ ডিগ্রি কমতে পারে। একই সঙ্গে রাজ্য জুড়ে কুয়াশার সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশায় দৃশ্যমানতা কমে যেতে পারে ২০০ মিটার পর্যন্ত। উত্তরবঙ্গে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশায় দৃশ্যমানতা নেমে আসতে পারে মাত্র ৫০ মিটারে।
আরও পড়ুন: পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে
