Homeখবররাজ্যদু'ঘণ্টা ধরে সিবিআই জিজ্ঞাসাবাদ, ডাকলে ফের আসবেন, জানিয়ে দিলেন মিনাক্ষী

দু’ঘণ্টা ধরে সিবিআই জিজ্ঞাসাবাদ, ডাকলে ফের আসবেন, জানিয়ে দিলেন মিনাক্ষী

প্রকাশিত

সিজিও কমপ্লেক্সে মিনাক্ষী মুখোপাধ্যায়। ছবি: রাজীব বসু

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে সিপিআই(এম) যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়কে বৃহস্পতিবার সিবিআই তলব করে। সেই তলবের পরিপ্রেক্ষিতে মিনাক্ষী আজ সকালে সিজিও কমপ্লেক্সে হাজির হন। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে মীনাক্ষী বলেন, এই লড়াই থামার নয়, বরং আরও জোরদার হবে। নির্যাতিতার ন্যায় বিচারের জন্য যেভাবে আন্দোলন চলছিল, সেভাবেই চলবে বলে দৃঢ় আশা প্রকাশ করেন তিনি।

সিজিওতে দীর্ঘ ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মিনাক্ষী মুখোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “নির্যাতিতার দোষীদের শাস্তি দেওয়ার জন্য যাতে তদন্তে সাহায্য হয়, সেই কারণেই আমাকে ডেকে পাঠানো হয়েছিল। আমি সিবিআইয়ের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও করব। তবে এই লড়াই থামবে না। আন্দোলনকারীদের মিথ্যা মামলা দিয়ে কিংবা দমন করে এই লড়াইকে থামানো যাবে না।”

তিনি আরও বলেন, “আমি প্রথম থেকেই এই ঘটনায় জড়িত সমস্ত দোষীর শাস্তির দাবি জানিয়ে আসছি। একজন চিকিৎসক নিজের কর্মস্থলে, অন ডিউটি থাকা অবস্থায় খুন হয়ে যাবেন, আর আমরা চুপ করে বসে থাকব, তা কখনওই সম্ভব নয়। এই ধরণের নৃশংস হত্যার বিচার চাইছে দেশের মানুষ। আমরা সেই লড়াইয়ে অটল।”

সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর মিনাক্ষী মুখোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দেন যে, তিনি আন্দোলন থেকে এক ইঞ্চিও পিছু হটবেন না। তাঁর কথায়, “আবার ডাকলে, আবার আসব। আমরা প্রথম দিন থেকেই রাস্তায় রয়েছি, আগামীতেও থাকব। দোষীদের শাস্তি চাই এবং সেই শাস্তি নিশ্চিত করার জন্য যে কোনো আইনি এবং আন্দোলনের লড়াই চালিয়ে যাব।”

সাধারণ মানুষের উদ্দেশ্যে তাঁর বার্তা, এই লড়াই শুধু আমাদের নয়, এটা গোটা দেশের মানুষের লড়াই। তাই সকলকে রাস্তায় নামতে হবে। লড়াই হবে আদালতে এবং রাস্তায়ও। আমাদের দাবি একটাই— সমস্ত দোষীর শাস্তি চাই।

প্রসঙ্গত, আগস্ট মাসে আরজি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া এই ঘটনাটি গোটা রাজ্যে আলোড়ন সৃষ্টি করে। এক মহিলা চিকিৎসককে কর্মস্থলে ধর্ষণ ও হত্যা করা হয়, যা নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন হাসপাতালের ছাত্ররাও। তাঁদের অভিযোগ ছিল, প্রশাসনিক অব্যবস্থা এবং অনিয়ন্ত্রিত পরিস্থিতির জন্যই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মিনাক্ষী মুখোপাধ্যায় এই ঘটনার পর থেকেই আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।