Homeখবররাজ্যকলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান ঘিরে উত্তেজনা, মাথা ফাটল পুলিশ কর্মীর

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান ঘিরে উত্তেজনা, মাথা ফাটল পুলিশ কর্মীর

প্রকাশিত

কলকাতা: বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে ‘বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ’ সংগঠন মিছিল করার ডাক দেয়। কিন্তু মিছিল শুরু হতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শিয়ালদহ থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলের পথে একাধিক ব্যারিকেড তৈরি করেছিল কলকাতা পুলিশ।

বেকবাগানের কাছে মিছিল আটকানোর চেষ্টা করলে মিছিলকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে থাকেন। শুরু হয় ধস্তাধস্তি। এই সংঘর্ষে এক পুলিশকর্মীর মাথা ফেটে যায় এবং কপালে গুরুতর চোট পান তিনি। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। আন্দোলনকারীরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ডেপুটেশন দিতে চাইলেও পুলিশের বাধায় তা সম্ভব হয়নি।

প্রতিবাদকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়ার কারণেই উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে সংগঠনের নেতাদের দীর্ঘক্ষণ তর্কাতর্কি চলে। পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে এগোনোর চেষ্টায় বেকবাগান কার্যত রণক্ষেত্রের রূপ নেয়।

শেষে পাঁচ জনের একটি প্রতিনিধিদলকে বাংলাদেশ উপদূতাবাসে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সেখানে একটি স্মারকলিপি জমা দেন তাঁরা। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন থেকে বেরিয়ে মিছিলে অংশগ্রহণকারীরা জানান, তাঁরা চিন্ময়ের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তারও দাবি জানিয়েছেন তাঁরা।

ঘটনার পর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানান। তিনি বলেন, “বাংলাদেশ ইস্যুকে রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করছে।”

এ দিন প্রতিবাদে নেমেছেন কলকাতার ইসকন কর্তৃপক্ষও। ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস এদিন বাংলাদেশের পুলিশ ও সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগ। ইসকন ভক্তরা আতঙ্কিত। তাঁদের বেছে বেছে তুলে নিয়ে যাচ্ছে বাংলাদেশের সেনা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে সমস্যার সমাধানে পৃথক হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা মেটাতে আসছে নতুন হেল্পলাইন নম্বর। নভেম্বরের মধ্যেই চালু হবে পরিষেবা, জানাল নবান্ন। নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত রেজিস্ট্রেশন পরিষেবা দিতে উদ্যোগী রাজ্য সরকার।