Homeখবররাজ্যঅনশনরত ডাক্তারদের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর, সোমবার বিকেলে নবান্নে বৈঠক

অনশনরত ডাক্তারদের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর, সোমবার বিকেলে নবান্নে বৈঠক

প্রকাশিত

কলকাতা: অনশনরত ডাক্তারদের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চে উপস্থিত হন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। তিনি আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে কথা বলান। মুখ্যমন্ত্রী তাঁদের অনশন প্রত্যাহারের অনুরোধ করেন।

মুখ্যমন্ত্রী ফোনে বলেন, ‘‘দয়া করে অনশন প্রত্যাহার করো। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি। প্রায় সব দাবি পূরণ হয়েছে, আর ৩-৪ মাস সময় দাও। হাসপাতালগুলিতে নির্বাচন করানোর ব্যবস্থা করব। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে, অনশন থেকে সরে এসে কাজে যোগ দাও।’’

জুনিয়র ডাক্তারদের তরফে দেবাশিস হালদার ফোনে মুখ্যমন্ত্রীকে বলেন, “আপনি যে সব দাবি মেনে নেওয়ার কথা বলছেন, সেগুলি লিখিতভাবে জানান। একটা ভুল ধারণা তৈরি  হয়েছে যে, শুধুই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরা অনশন করছি, এমনটা নয়।”

আন্দোলনকারীরা আলোচনার জন্য বৈঠকের প্রস্তাব দিলে, মুখ্যমন্ত্রী আগামী সোমবার বিকেল ৫টায় নবান্নে বৈঠকের সময় নির্ধারণ করেন। তবে তিনি অনুরোধ করেন যে, আন্দোলনকারীদের পক্ষ থেকে ১০ জনের বেশি প্রতিনিধি যেন না আসেন।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, তিনি মানবিকতার পক্ষে এবং বিচার চান, কিন্তু চিকিৎসা পরিষেবা ব্যাহত হলে সাধারণ মানুষ কষ্টে পড়বেন। আদালতে মামলার প্রক্রিয়া চলছে এবং তিনি আশ্বাস দেন, বিচার মিলবে এবং তিনি তাঁর সাধ্য মতো চেষ্টা করবেন।

উল্লেখ্য, জুনিয়র ডাক্তারেরা জানিয়ে দিয়েছেন, সোমবার পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। ওই সময়ের মধ্যে সাড়া না মিললে মঙ্গলবার হাসপাতালে হাসপাতালে সর্বাত্মক ধর্মঘট হবে। সেই ধর্মঘট পালন করবেন সিনিয়র এবং জুনিয়র ডাক্তারেরা। ওই হুঁশিয়ারির পর দিনই অনশনমঞ্চে গেলেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। স্থির হল আলোচনায় বসার দিনক্ষণ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: বাংলাদেশের বিদায়, ভারত-পাকিস্তান ম্যাচের হ্যাটট্রিক, রবিবার ফাইনালে মুখোমুখি তারা  

পাকিস্তান: ১৩৫-৮ (মহম্মদ হ্যারিস ৩১, তাসকিন আহমেদ ৩-২৮, রিশাদ হোসেন ২-১৮, মেহেদি হাসান ২-২৮) বাংলাদেশ:...

দুর্গাপুজোয় নিম্নচাপ! বাংলায় কতটা প্রভাব, জানাল হাওয়া অফিস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হচ্ছে। ওড়িশা-অন্ধ্র উপকূলে প্রবেশ করলেও সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। কতটা প্রভাব পড়বে বাংলায় জানাল আবহাওয়া দফতর।

সাশ্রয়ী মূল্যর বড়ো ডিসপ্লেওয়ালা Samsung Galaxy Tab A11 আনল Samsung

স্যামসাং ভারতে লঞ্চ করল Galaxy Tab A11। বড়ো ডিসপ্লে, Helio G99 চিপসেট, 5G কানেক্টিভিটি ও 5100mAh ব্যাটারি সহ আসছে এই ট্যাব। দাম শুরু মাত্র ১২,৯৯৯ টাকা।

কী কারণে অশান্ত লাদাখ? বিক্ষোভ নিয়ে কী অবস্থান রাজনৈতিক দলগুলির?

কেন উত্তপ্ত লাদাখ? এই অঞ্চলে অস্থিরতার পেছনের রাজনৈতিক ও সামাজিক কারণগুলো কী? পড়ুন লাদাখের মানুষের মূল দাবি, যেমন পূর্ণ রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ।

আরও পড়ুন

দুর্গাপুজোয় নিম্নচাপ! বাংলায় কতটা প্রভাব, জানাল হাওয়া অফিস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হচ্ছে। ওড়িশা-অন্ধ্র উপকূলে প্রবেশ করলেও সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। কতটা প্রভাব পড়বে বাংলায় জানাল আবহাওয়া দফতর।

টানা বৃষ্টির পর রোদ উঠল কলকাতায়, তবে বৃষ্টির সতর্কতা থাকছেই

কলকাতায় টানা বৃষ্টির পর বুধবার সকালে রোদ দেখা গেলেও আবহাওয়া দফতর জানিয়েছে, আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

দুর্যোগের জেরে তিন দিন আগেই পুজোর ছুটি রাজ্যের স্কুল-কলেজে

দুর্যোগের জেরে তিন দিন আগেই শুরু হল রাজ্যের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পুজোর ছুটি। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দফতর।