Homeখবররাজ্যবাংলায় কথা বললেই সন্দেহ! নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে হলফনামা দিতে বলল হাই কোর্ট

বাংলায় কথা বললেই সন্দেহ! নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে হলফনামা দিতে বলল হাই কোর্ট

বাংলাভাষীদের সন্দেহের চোখে দেখার অভিযোগে কেন্দ্রকে তুলোধোনা। নাগরিকত্ব নির্ধারণের পদ্ধতি, আটক ও বহিষ্কারের তথ্য হলফনামায় জানানোর নির্দেশ হাই কোর্টের। শুনানি ফের ৪ অগস্ট।

প্রকাশিত

বাংলাভাষীদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং নাগরিকত্ব প্রশ্নে কেন্দ্রের ভূমিকা নিয়ে ফের তীব্র কটাক্ষ আদালতে। কলকাতা হাই কোর্টে চলা এক মামলার শুনানিতে দুই বিচারপতির বেঞ্চ কেন্দ্রীয় সরকারের আইনজীবীর বক্তব্য শুনে প্রশ্ন তোলে—বাংলায় কথা বললেই কী সন্দেহ? এর পরেই বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন, নাগরিকত্ব নির্ধারণের প্রক্রিয়া, কারা আটক হয়েছেন এবং কত জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে—এই সংক্রান্ত সমস্ত তথ্য হলফনামা আকারে জানাতে হবে কেন্দ্রকে।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ। তাই যথাযথ তথ্য আদালতের সামনে পেশ না করলে ভবিষ্যতে কোনও নির্দেশ দেওয়া সম্ভব নয় বলেই মনে করছে আদালত। সেই কারণে আগামী ২৮ জুলাইয়ের মধ্যে হলফনামা জমা দিতে বলা হয়েছে কেন্দ্রকে, এবং এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ৪ অগস্ট।

মামলার শুনানিতে রাজ্যের তরফে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে, তাঁদের সন্দেহের চোখে দেখা হচ্ছে। এই বিষয়টি অত্যন্ত গুরুতর। দিল্লি হাই কোর্টে যদি একই মামলা বিচারাধীনও থাকে, মূল প্রশ্ন হল কে ভারতীয় নাগরিক এবং কে নন, সেটা কীভাবে নির্ধারণ করা হচ্ছে?” কেন্দ্রের আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করে কল্যাণ কটাক্ষ করেন, “এর পরে হয়তো দ্বিবেদী এবং ত্রিবেদীরাই থাকবে। আমাদের বলা হবে চলে যেতে।”

বিচারপতিরা মামলাকারীর আইনজীবীকেও ভর্ৎসনা করেন। নির্দেশ দেন, সমস্ত বক্তব্য লিখিতভাবে হলফনামা দিয়ে জমা দিতে হবে। কারণ শুধুমাত্র মৌখিক অভিযোগের ভিত্তিতে কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়।

আরও পড়ুন: বৃষ্টির ছড়াছড়ি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কমছে বর্ষা – কপালে ভাঁজ কৃষকদের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আরও পড়ুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।