Homeখবররাজ্যকালীপুজো-দীপাবলিতে আকাশ থাকবে পরিষ্কার, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা

কালীপুজো-দীপাবলিতে আকাশ থাকবে পরিষ্কার, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত

আসন্ন কালীপুজো ও দীপাবলির উৎসবে রাজ্যজুড়ে আনন্দের আবহ। আবহাওয়ার দিক থেকেও মিলছে সুসংবাদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার (২০ অক্টোবর) কালীপুজো এবং মঙ্গলবার (২১ অক্টোবর) দীপাবলির দিন আকাশ থাকবে সম্পূর্ণ পরিষ্কার। দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। এমনকি ভাইফোঁটার দিনও আবহাওয়া থাকবে শুষ্ক।

আবহাওয়াবিদদের মতে, আপাতত দক্ষিণবঙ্গের আকাশে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমবে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকেও কিছুটা মুক্তি মিলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই প্রবণতা বজায় থাকবে, তবে সেখানে সকালে হালকা কুয়াশা দেখা যেতে পারে।

তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি, সামান্য উষ্ণতা কলকাতায়

কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি বেশি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯২ শতাংশ
যদিও সামগ্রিকভাবে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি, তবুও কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সামান্য উষ্ণতা অনুভূত হতে পারে।

সপ্তাহান্তে নতুন নিম্নচাপের ইঙ্গিত

উৎসবের দিনগুলোতে বৃষ্টি না থাকলেও, সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব আরব সাগর ও সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।

এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে, এবং পরবর্তী দু-তিন দিনের মধ্যে তা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে।
আবহাওয়া দফতরের অনুমান, এই সিস্টেমটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে

ফলে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কেরল ও মাহেতে সতর্কতা জারি করা হয়েছে।
বৃষ্টি হতে পারে আন্দামান-নিকোবর, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, পণ্ডিচেরী ও করাই অঞ্চলেও।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আনন্দের মাঝেই শোক, দীপাবলীর রাতে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

দীপাবলীর আনন্দের মধ্যেই শোকস্তব্ধ বলিউড। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও কৌতুকশিল্পী আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। শোলে-র জেলর চরিত্রে আজও অমর তিনি।

ঢাকার শাহজালাল বিমানবন্দরের ভয়াবহ আগুনে পুড়েছে প্রায় ২ হাজার কোটি টাকার পণ্য, পোশাক রপ্তানিতে বড় ধাক্কা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল প্রায় ২ হাজার কোটি টাকার পণ্য। তৈরি পোশাকের স্যাম্পল, ওষুধের কাঁচামাল, কৃষিপণ্যসহ বহু রপ্তানিযোগ্য সামগ্রী ছাই হয়ে গেছে। অন্তত এক মাস রপ্তানি প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার আশঙ্কা, পথে বসেছেন বহু ব্যবসায়ী।

অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম একদিনের ম্যাচেই নাস্তানাবুদ শুভমন গিলেরা

খারাপ আবহাওয়ার জন্য ম্যাচ নামিয়ে আনা হয় ২৬ ওভারে। প্রথমে ব্যাট করে ভারত করে ৯ উইকেটে ১৩৬ রান। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটার দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটের আসরে খেলতে নেমে পুরোপুরি ব্যর্থ হলেন।

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

আরও পড়ুন

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

টোটো নিবন্ধনের পর মিলবে সরকারি ড্রাইভিং লাইসেন্স, উদ্যোগী পরিবহণ দফতর

রাজ্যের সব টোটো এখন সরকারি নথিভুক্তির আওতায় আসছে। পরিবহণ দফতর জানিয়েছে, নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। বিরোধী দলনেতা শুভেন্দুর সমালোচনার জবাবও দিয়েছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।