Homeখবররাজ্যডাক্তারদের দাবি মেনে সিপি বদলাচ্ছেন মুখ্যমন্ত্রী, অপসারণের সিদ্ধান্ত ২ স্বাস্থ্যকর্তাকেও

ডাক্তারদের দাবি মেনে সিপি বদলাচ্ছেন মুখ্যমন্ত্রী, অপসারণের সিদ্ধান্ত ২ স্বাস্থ্যকর্তাকেও

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনাকে কেন্দ্র করে চলমান আন্দোলনের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ডাকা বৈঠকে ডাক্তারদের দাবি মেনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। চিকিৎসকরা দীর্ঘদিন ধরে সেফটি ও সিকিউরিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন, যার জেরে কলকাতা পুলিশের কমিশনার (সিপি) বিনীত গোয়েলকে সরানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি, স্বাস্থ্য বিভাগের দুই উচ্চপদস্থ কর্তাকেও সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মমতা বলেন, “ডাক্তারদের পক্ষ থেকে ৪২ জন সাক্ষর করেছেন। মুখ্যসচিব ও অন্যান্য সিনিয়র কর্মকর্তারাও সাক্ষর করেছেন। আমাদের সব দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।” তিনি আরও জানান যে, বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হবে এবং নতুন সিপি নিয়োগ করা হবে। তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেন, ‘‘এটা কাউকে অসম্মান করার জন্য নয়, বরং কাজের পরিবেশ ঠিক রাখার জন্য।’’

মুখ্যমন্ত্রী আরও জানান, চিকিৎসকদের সেফটি এবং সিকিউরিটির দাবির পরিপ্রেক্ষিতে মুখ্যসচিবের অধীনে একটি কমিটি গঠন করা হয়েছে। এতে চিকিৎসকদের নিরাপত্তা ও হাসপাতালের সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। মমতা বলেন, ‘‘আমাদের সরকারের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে, এবং চিকিৎসকদের সঙ্গে একটি পজিটিভ আলোচনাও হয়েছে। আশা করি তাঁরা দ্রুত কাজে যোগ দেবেন।’’

এর আগে মুখ্যমন্ত্রী এবং আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মধ্যে বেশ বার বৈঠকের সম্ভাবনা তৈরি হয়। তবে, চিকিৎকদের সরাসরি সম্প্রচারের দাবিতে শেষ পর্যন্ত বৈঠকগুলি ভেস্তে যায়। সোমবার কালীঘাটের বাড়িতে বৈঠকে শেষপর্যন্ত চিকিৎসকদের দাবি মেনে নেওয়া এবং কমিশনারসহ স্বাস্থ্য কর্মকর্তাদের অপসারণের মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে ডিসি নর্থকেও সরিয়ে দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, যেহেতু আদলতে মঙ্গলবার মামলা রয়েছে তাই বিকাল চারটের পর মুখ্য সচিব পুলিশ কর্তাদের বদলির নোটিফিকেশন জারি করবেন।

মুখ্যমন্ত্রী এই বৈঠকের পরে সবাইকে শান্তিপূর্ণভাবে কাজ চালিয়ে যেতে অনুরোধ করেন। তিনি বলেন, ‘‘বর্তমান বন্যা পরিস্থিতির কারণে চারিদিকে সাহায্য প্রয়োজন, এবং এমন সময়ে আমাদের সবার একসঙ্গে কাজ করা উচিত।’’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।