Homeখবররাজ্য'পয়সার জন্য পড়াশোনা আটকাবে না', শিক্ষা দফতরে লেটার বক্স লাগানোর পরামর্শ মুখ্যমন্ত্রীর

‘পয়সার জন্য পড়াশোনা আটকাবে না’, শিক্ষা দফতরে লেটার বক্স লাগানোর পরামর্শ মুখ্যমন্ত্রীর

প্রকাশিত

কলকাতা: বৃহস্পতিবার রাজ্যের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ২০২৩ সালের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসই, আইএসসি, সিবিএসইর দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল বেরিয়েছে। এর সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, আলিম, ফাজিল এবং হাই মাদ্রাসারও ফলাফল প্রকাশিত হয়েছে। রাজ্য জুড়ে বহু পড়ুয়া সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। এই কৃতী পড়ুয়াদের আগেও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ দিন একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের সংবর্ধিত করলেন মুখ্যমন্ত্রী।

কৃতী ছাত্র-ছাত্রীদের সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী তাদের বাবা-মায়েদের, শিক্ষক-শিক্ষিকাদের অভিনন্দন জানিয়েছেন। ছাত্র-ছাত্রীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “তোমরা আগামী দিনের বিশ্ববাংলার গৌরব। বিশ্বের গৌরব”। একই সঙ্গে তাঁর পরামর্শ, “এগিয়ে যাও। রাস্তাই রাস্তা দেখাবে। মন খারাপ করবে না। ডিপ্রেশনে ভুগবে না। হতাশা জীবনের সবচেয়ে বড় শত্রু। মনে করবে আমি পারব। আমি জয় করব। আমি দুর্বল হব না। আমি ভীরু হব না”।

মঞ্চে মমতা বলেন, ‘‘অনেক চিঠি পেয়েছি। সব পড়েওছি। আমি কাজ ফেলে রাখি না। ‘অর্থের অভাবে পড়াশোনা করতে পারছি না’ বলে চিঠি এসেছিল। সেই চিঠি মুখ্যসচিবের কাছে পৌঁছে দিয়েছি। টাকাপয়সার অভাবে এখানে কারও পড়াশোনার অসুবিধা হবে না।’’

পয়সার জন্য পড়াশোনার অভাব হবে না কারও বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ৫০ হাজার পড়ুয়াদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে। ব্যবহার করতে পারে পড়ুয়ারা। বাবা-মা’কে গ্যারেন্টার হতে হবে না। রাজ্য সরকার গ্যারেন্টার। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বলেন, “শিক্ষা দফতরে একটা লেটার বক্স করো। যারা কৃতী ছাত্রছাত্রী, দুস্থ, পড়াশোনার সুযোগ পাচ্ছে না পয়সার জন্য, তাঁরা ওই বক্সে আবেদনপত্র পৌঁছে দেবেন। আমাদের এমনিতেই অনেক স্কলারশিপ আছে। তা ছাড়াও উচ্চশিক্ষার জন্য প্রয়োজন হলে ওই বক্সে আবেদন পত্র জমা দিলে তোমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। কার কী ব্যবস্থা নিলে যথাসময়ে আমাকে জানাবে। দেরি করবে না”।

প্রসঙ্গত, সরকারের তরফে কৃতীদের এ দিন একটি করে ব্যাগ উপহার দেওয়া হয়। সেই ব্যাগে ছিল বই, ল্যাপটপ, হাতঘড়ি, শংসাপত্র, পদক, আরও নানা রকম উপহার। ওই অনুষ্ঠানে স্টুডেন্টস ক্রেডিট কার্ড মোবাইল অ্যাপেরও উদ্বোধন করেন মমতা। যে অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীরা সরকারি শিক্ষাঋণ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা নিতে পারবেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে সমস্যার সমাধানে পৃথক হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা মেটাতে আসছে নতুন হেল্পলাইন নম্বর। নভেম্বরের মধ্যেই চালু হবে পরিষেবা, জানাল নবান্ন। নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত রেজিস্ট্রেশন পরিষেবা দিতে উদ্যোগী রাজ্য সরকার।