Homeখবররাজ্যসল্টলেকে পথদুর্ঘটনায় স্কুলপড়ুয়ার মৃত্যুতে মুখ্যমন্ত্রীর উদ্বেগ, পরিবহণমন্ত্রীকে দ্রুত পদক্ষেপের নির্দেশ

সল্টলেকে পথদুর্ঘটনায় স্কুলপড়ুয়ার মৃত্যুতে মুখ্যমন্ত্রীর উদ্বেগ, পরিবহণমন্ত্রীকে দ্রুত পদক্ষেপের নির্দেশ

প্রকাশিত

সল্টলেকে পথ দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির এক স্কুলপড়ুয়ার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে থাকাকালীনই তিনি রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে ফোন করে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরপরই বৃহস্পতিবার পরিবহণ দফতরের অধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দিয়েছেন পরিবহণমন্ত্রী। জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে কলকাতায় পথ দুর্ঘটনায় আরও দুই স্কুলপড়ুয়ার মৃত্যুর পর এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে মমতা মঙ্গলবার জিটিএর সঙ্গে বৈঠকে অংশ নেন। মঙ্গলবার সল্টলেকের দুর্ঘটনার খবর শুনেই তিনি স্নেহাশিস চক্রবর্তীকে ফোন করেন এবং এই ঘটনার জন্য দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন। পরিবহণ দফতরের আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবারের বৈঠকে স্কুলপড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা জানানো হতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সল্টলেকে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চতুর্থ শ্রেণির এক পড়ুয়ার। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, স্কুল ছুটির পরে কেষ্টপুর থেকে দুই সন্তানকে নিয়ে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন তাদের মা। সেই সময় ২১৫এ নম্বর রুটের দু’টি বাস বেপরোয়া গতিতে রেষারেষি করতে করতে ধাক্কা মারে ওই স্কুটিতে। এই আঘাতে ছিটকে পড়ে যান মা ও দুই সন্তান। ঘটনাস্থলেই মৃত্যু হয় চতুর্থ শ্রেণির পড়ুয়ার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর মা ও ভাই।

দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে সল্টলেক এলাকায়। বিক্ষুব্ধ স্থানীয়রা রাস্তা অবরোধ করেন এবং পুলিশের বিরুদ্ধে নজরদারির গাফিলতির অভিযোগ তুলে সরব হন। তাঁদের অভিযোগ, ওই এলাকার সিভিক ভলান্টিয়াররা গাড়ি নিয়ন্ত্রণে কোনও ভূমিকা পালন করেন না।

অনেকেই অভিযোগ করেন যে, ঘটনাস্থলে পুলিশ থাকলেও আহতদের দ্রুত উদ্ধার বা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকার কোনও তৎপরতা ছিল না। একজন প্রত্যক্ষদর্শী জানান, “বাসটি যখন স্কুটিকে ধাক্কা মারে, তখন পুলিশ আমাদের পাশে এসে সাহায্য না করে বাসের পিছনে ছুটতে থাকে।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির নাম আয়ুস পাইক। সে কেষ্টপুরের একটি বেসরকারি স্কুলে পড়ত। বাড়ি মানিকতলায়, সল্টলেক ও সংলগ্ন এলাকা দিয়েই তাদের নিয়মিত যাতায়াত। এ দিন তার মা ও ভাইয়ের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।