Home খবর রাজ্য ২১-এর ভোটে রাজ্যে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে থাকা আইএএস-কেই বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল...

২১-এর ভোটে রাজ্যে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে থাকা আইএএস-কেই বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন

election

রাজ্যে লোকসভা ভোটে নজরদারির জন্য আরও এক পর্যবক্ষেক নিয়োগ করল নির্বাচন কমিশন। আইএএস আধিকারিক অলোক সিনহাকে বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে নির্বাচন কমিশনে। এর আগে গত বুধবার বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসাবে কমিশন সদ্য অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার অনিল শর্মাকেও নিয়োগ করে।

ভোট ঘোষণার আগে থেকেই রাজ্যের বিভিন্ন জেলার বিক্ষিপ্ত অশান্তি, গ্রেফতারি বা টাকা উদ্ধারের মতো ঘটনা ঘটছে। এ সবের তথ্য সংগ্রহ করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তা বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করবেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক। কমিশনের বিধি অনুযায়ী বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিশ শর্মা রিপোর্ট করবে বিশেষ পর্যবেক্ষক অলোকের কাছে।

প্রসঙ্গত, ২০২১ সালের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের সময় বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন অলোক শর্মা। সে কারণেই আবার তাঁকে বেছে নিয়েছে কমিশন। 

পড়ুন: শিন্ডের শিবসেনা শিবিরে যোগ দিলেন গোবিন্দা, লড়বেন লোকসভা ভোটেও

প্রসঙ্গত, আগামী ১৯ এপ্রিল থেকে ভোট পর্ব শুরু হচ্ছে রাজ্যে। রাজ্যে সাত দফায় হবে ভোট গ্রহণ। এই সাত দফা নির্বাচনের পর্যবেক্ষণে এই দুই আধিকারিক। 

আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পর রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। গত ২১ মার্চ রাজ্যের চার জেলার জেলাশাসককে সরিয়ে দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। ইতিমধ্যে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছে গিয়েছে। তারা রুট মার্চ করছে বিভিন্ন জেলায়।

পড়ুন: LARACON 2024 সম্মেলন: কলকাতা থেকে স্পনসর করা একমাত্র সংস্থা হিসেবে দৃষ্টান্ত গড়ল THINK TO SHARE

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version