খবর অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে কোনো অসহায় মানুষ পশ্চিমবঙ্গের দরজায় এলে তাকে ফেরানো হবে না বলে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের ডাকা শহিদ দিবস উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারেও ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে এক সমাবেশের আয়োজন করা হয়। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমি কোনও কথা বলব না। ওটা একটা আলাদা দেশ। এ নিয়ে যা বলার কেন্দ্রীয় সরকার বলবে। আমি এটুকু বলতে পারি, যদি অসহায় মানুষ বাংলার দরজায় খটখট করে তবে আমরা আশ্রয় নিশ্চয়ই দেব।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “রাষ্ট্রপুঞ্জের একটা নির্দেশ আছে, কেউ যদি শরণার্থী হন, তবে তার পাশের এলাকা সম্মান জানাবে। অসমে বোরোদের সঙ্গে এক বার গোলমাল হয়েছিল। আলিপুরদুয়ারে দীর্ঘ দিন ছিলেন শরণার্থীরা। আমিও দেখা করতে গিয়েছিলাম।’’
বাংলাদেশ নিয়ে যাতে এ রাজ্যের মানুষ কোনোরকম প্ররোচনায় পা না দেয়, উত্তেজনায় না জড়ায়, সে ব্যাপারে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘বাংলাদেশ নিয়ে কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। কোনও উত্তেজনা যেন তৈরি না হয়। ওখানকার পরিস্থিতির জন্য আমার সহমর্মিতা রয়েছে। ছাত্রছাত্রীদের তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। আমরা খবর রাখছি।’’
এ দিনের সমাবেশে মুখ্যমন্ত্রী উপস্থিত জনতাকে আশ্বস্ত করে বলেন, এ পার বাংলার কেউ বাংলাদেশে আটকে থাকলে তাঁদের সব রকমের সহযোগিতা করা হবে। তিনি বলেন, “পড়াশোনার সূত্রে এখান থেকে কেউ যদি বাংলাদেশে গিয়ে থাকেন, কিংবা কেউ যদি চিকিৎসার জন্য সেখানে গিয়ে আটকে পড়েন, তাদের কোনোরকম সহযোগিতার দরকার হলে আমরা সবসময় পাশে আছি।’’
আরও পড়ুন