Homeখবররাজ্যশিশুদের সার্বিক উন্নয়নে হাত মিলিয়ে কাজের অঙ্গীকার রাজ্য সরকার, ইউনিসেফ ও কর্পোরেট...

শিশুদের সার্বিক উন্নয়নে হাত মিলিয়ে কাজের অঙ্গীকার রাজ্য সরকার, ইউনিসেফ ও কর্পোরেট সংস্থাগুলির

প্রকাশিত

শিশুদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এক নতুন দিশার পথে এগোচ্ছে পশ্চিমবঙ্গ। এই প্রথম রাজ্য সরকার, ইউনিসেফ ও একাধিক কর্পোরেট সংস্থা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার কলকাতায় ইউনিসেফ ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত “ম্যাচিং গ্রান্টস টু নীডস” শীর্ষক এক ত্রিপাক্ষিক আলোচনায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিন ASSOCHAM, FICCI, CII, BCCI-সহ একাধিক বণিকসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় তাঁরা শিশুদের ভবিষ্যৎ এবং পরিবেশ সুরক্ষায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ ও শিল্পমন্ত্রী ডাঃ শশী পাঁজা বলেন, “কর্পোরেট সংস্থাগুলি যাতে সামাজিক দায়বদ্ধতার (CSR) অর্থ যথাযথভাবে শিশুদের উন্নয়নে খরচ করতে পারেন, তার জন্য রাজ্য সরকার ‘সিএসআর পোর্টাল’ চালু করেছে। এখানে রাজ্যজুড়ে চিহ্নিত নানা প্রকল্পের পোর্টফোলিও দেওয়া রয়েছে।”

মন্ত্রী আরও জানান, ইউনিসেফের অভিজ্ঞতা ও কর্পোরেট দুনিয়ার উদ্ভাবনী শক্তির মেলবন্ধনে শিশুদের পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা যাবে।

ভারতে ইউনিসেফের প্রতিনিধি সিন্থিয়া ম্যাকক্যাফ্রে বলেন, “এই আলোচনা আমাদের আশাবাদী করে তুলেছে। শিশুদের জন্য আমরা একত্রে অনেক শক্তিশালী হয়ে উঠেছি।” তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পে ইউনিসেফের অংশগ্রহণের অভিজ্ঞতা শেয়ার করেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের কথাও জানান।

শিশুদের সঙ্গে ভারতে ইউনিসেফের প্রতিনিধি সিন্থিয়া ম্যাকক্যাফ্রে

ইউনিসেফের পশ্চিমবঙ্গ শাখার প্রধান ডাঃ মনজুর হোসেন জানান, “আমরা আশা করছি কর্পোরেটরা আমাদের দক্ষতাকে কাজে লাগিয়ে শিশুদের জন্য উন্নয়নমূলক প্রকল্পের পরিকল্পনা আরও ভালোভাবে করতে পারবেন।”

পোর্টালে ইতিমধ্যেই ৪৫০ কোটি টাকার প্রকল্প তালিকাভুক্ত হয়েছে, আর ৩৭টি কর্পোরেট সংস্থা তাতে নাম নথিভুক্ত করেছে বলে জানান মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের প্রধান সচিব সংঘমিত্রা ঘোষ। রাজ্য সরকারের তরফ থেকে কর্পোরেট প্রতিনিধিদের CSR পোর্টালে সংস্থাগুলিকে নিবন্ধিত করার আহ্বান জানানো হয়।

এই যৌথ উদ্যোগে আগামী দিনে রাজ্যের শিশু, কিশোর, কিশোরী ও যুব সমাজের পুষ্টি, শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রান্তিক মানুষের জলবায়ু সহনশীলতা বৃদ্ধির কাজেও উল্লেখযোগ্য অগ্রগতি আশা করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভোরে এজরা স্ট্রিটে ভয়াবহ আগুন, গুদাম ছাড়িয়ে ছড়াল আবাসনে, ২৩টি ইঞ্জিনে আগুন নেভানোর চেষ্টা

কলকাতার এজ়রা স্ট্রিটে ভোরবেলা গুদামে ভয়াবহ আগুন। ২৩টি ইঞ্জিনে লড়াই দমকলের। আগুন ছড়িয়েছে আশপাশের বাড়িতেও। ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল।

একই দিনে ডায়াবেটিস সচেতনতা ও রসগোল্লা উদ্‌যাপন: বৈপরীত্যে মাখা ১৪ নভেম্বর

খবর অনলাইন ডেস্ক: ১৪ নভেম্বর তো শিশু দিবস। কিন্তু এ দিন এক অদ্ভুত মিলনমেলার...

ব্যঙ্গেই ভবিষ্যদ্বাণী! যশবন্ত সিনহার ‘এক্স’ পোস্টের সঙ্গে পুরোপুরি মিলে গেল বিহার নির্বাচনের ফল

খবর অনলাইন ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার তিন দিন আগে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী...

ভারত-দঃ আফ্রিকা ১ম টেস্ট: বুমরাহর বিধ্বংসী বোলিংয়ে ইডেনে প্রথম দিনেই বাভুমাদের বিপর্যয়

দক্ষিণ আফ্রিকা: ১৫৯ (আইডেন মার্করাম ৩১, জসপ্রীত বুমরাহ ৫-২৭, কুলদীপ যাদব ২-৩৬, মহম্মদ সিরাজ...

আরও পড়ুন

একই দিনে ডায়াবেটিস সচেতনতা ও রসগোল্লা উদ্‌যাপন: বৈপরীত্যে মাখা ১৪ নভেম্বর

খবর অনলাইন ডেস্ক: ১৪ নভেম্বর তো শিশু দিবস। কিন্তু এ দিন এক অদ্ভুত মিলনমেলার...

মমতা বন্দ্যোপাধ্যায়কে জাপানের বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডি লিট প্রদান, মুখ্যমন্ত্রীর ঝুলিতে চারটি সম্মান  

খবর অনলাইন ডেস্ক: নারীর সক্ষমতায়ন এবং আধুনিক পশ্চিমবঙ্গ রূপায়ণে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের...

তিন বছর পর ঘরে ফেরা: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে নাকতলায় ফিরতেই ভিড়ে স্লোগান ‘পার্থদা জিন্দাবাদ’

তিন বছর তিন মাস ১৯ দিন পর মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাইপাসের ধারের হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে হুইলচেয়ারে বেরিয়ে আসেন তিনি। আবেগে কেঁদে ফেলেন পার্থ, নাকতলায় বাড়িতে ফিরতেই অনুগামীদের স্লোগান— “পার্থদা জিন্দাবাদ।”