প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ অবশেষে গতকাল, ২৮ অক্টোবর রাতে উত্তর অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে ল্যান্ডফল করেছে। ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে, সর্বোচ্চ ১১০ কিমি গতিতে স্থলভাগে আছড়ে পড়ে মোন্থা। আবহাওয়া দফতর জানিয়েছে, ল্যান্ডফলের সময় প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার দাপটে উপকূলবর্তী এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা কিছু সময়ের জন্য বিপর্যস্ত হয়।
মোন্থার বর্তমান অবস্থান ও গতিপথ
ল্যান্ডফলের পর বর্তমানে উত্তর-পশ্চিম অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে মোন্থা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি এখন উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ ওড়িশা–ছত্তীসগঢ় সীমান্তে পৌঁছাবে, এরপর ঝাড়খণ্ড হয়ে উত্তরবঙ্গ–নেপাল হয়ে উত্তরপূর্ব ভারতের দিকে বাঁক নেবে।
দুর্বল হলেও প্রভাব বিস্তার
ল্যান্ডফলের পর থেকেই মোন্থা ধীরে ধীরে প্রবল ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যত স্থলভাগের ভিতরে প্রবেশ করছে মোন্থা, ততই সে গভীর নিম্নচাপ → সুস্পষ্ট নিম্নচাপ → সাধারণ নিম্নচাপ → ঘূর্ণাবর্তে রূপ নিচ্ছে।
কোন কোন রাজ্যে সবচেয়ে বেশি প্রভাব
মোন্থার তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে—
- উত্তর অন্ধ্রপ্রদেশ
- উত্তর তেলেঙ্গনা
- দক্ষিণ ওড়িশা
- দক্ষিণ ছত্তীসগঢ়
২৮ ও ২৯ অক্টোবর এই চার রাজ্যে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
বিশেষ করে দক্ষিণ ওড়িশার পাহাড়ি অঞ্চল, যেমন কোরাপুট সংলগ্ন এলাকা, প্রবল বৃষ্টিতে ভূমিধস ও বন্যার আশঙ্কায় বিপর্যস্ত হতে পারে।
তবে কাকিনাড়া ও তার আশপাশ ছাড়া অন্য কোথাও ঝোড়ো হাওয়ার দাপট তেমন নেই, বরং অতিরিক্ত বৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড়ের মূল প্রভাব।
পশ্চিমবঙ্গে মোন্থার প্রভাব
পূর্বাভাস মতোই ২৮ অক্টোবর দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে।
আগামী কয়েক দিনে রাজ্যজুড়ে তিনভাবে প্রভাব পড়বে—
১️. কলকাতা, উপকূলীয় ও পার্শ্ববর্তী অঞ্চল
- ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- কোথাও কোথাও স্বল্প সময়ে ভারী বৃষ্টি হতে পারে।
- মাঝে মাঝে রোদেরও দেখা মিলবে।
২️. পশ্চিমবঙ্গের পশ্চিম ও মধ্য জেলা
- ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বৃষ্টি তুলনামূলক বেশি।
- কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা।
- দুর্যোগের আশঙ্কা নেই।
৩️. উত্তরবঙ্গ
- ৩০ ও ৩১ অক্টোবর দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে।
- ৩১ তারিখে কিছু এলাকায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা।
- সিকিমের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
এছাড়া, ৩১ অক্টোবর ও ১ নভেম্বর অসমে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

