ডিএ মামলায় সুপ্রিম কোর্টে সোমবার চূড়ান্ত শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গিয়েছে। মঙ্গলবার নতুন করে শুনানির দিন ধার্য হয়েছে। রাজ্য সরকার আদালতে আগেই জানিয়ে দিয়েছে, পুরো বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মেটাতে গেলে ৪০ হাজার কোটিরও বেশি আর্থিক চাপ পড়বে রাজ্যের উপর।
রাজ্যের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ ১১,৮৯০ কোটি টাকা, পেনশনপ্রাপকদের বকেয়া ১১,৬১১ কোটি টাকা এবং স্বশাসিত সংস্থা, স্কুল, কলেজ, পুরসভা ও পঞ্চায়েত কর্মীদের বকেয়া ১৮,৩৬৯ কোটি টাকা। সব মিলিয়ে এই অঙ্ক ৪০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।
সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই অন্তর্বর্তী নির্দেশে বলেছে, ২০২৪ সালের ২৭ জুনের মধ্যে অন্তত ২৫ শতাংশ বকেয়া ডিএ রাজ্যকে মিটিয়ে দিতে হবে। তবে এখনও বকেয়ার কতটা অংশ মেটানো হয়েছে তা নিয়ে সরকার নির্দিষ্ট তথ্য দেয়নি।
রাজ্য সরকারের যুক্তি, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে অনুদান কমিয়ে দেওয়ায় রাজ্যের আর্থিক চাপ বেড়েছে। এছাড়া, এ রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় কর্মচারীদের তুলনায় ছুটির সুবিধা বেশি পান, যার ফলে মুদ্রাস্ফীতির চাপ কিছুটা কমে—এমন যুক্তিও আদালতে পেশ করেছে রাজ্য।
চূড়ান্ত রায় কী হয়, এখন নজর মঙ্গলবারের শুনানির দিকে।