Homeভ্রমণভ্রমণের খবরদার্জিলিঙে গেলে এ বার থেকে দিতে হবে ‘ট্যুরিস্ট ট্যাক্স’, হোটেল ব্যবসায়ীদের আপত্তি

দার্জিলিঙে গেলে এ বার থেকে দিতে হবে ‘ট্যুরিস্ট ট্যাক্স’, হোটেল ব্যবসায়ীদের আপত্তি

প্রকাশিত

দার্জিলিং: শৈলশহর দার্জিলিং ভ্রমণকারীদের কাছ থেকে ‘ট্যুরিস্ট ট্যাক্স’ আদায়ের সিদ্ধান্ত নিল দার্জিলিং পুরসভা। পুরসভার এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন হোটেল ব্যবসায়ীরা।

সূত্রের খবর, প্রতিদিন প্রতি পর্যটকের কাছ থেকে ২০ টাকা করে কর নেওয়া হবে। পাঁচ বছরের কমবয়সি যারা তাদের জন্য কর দিতে হবে না। এ ব্যাপারে পুরসভার তরফে টেন্ডার ছাড়া হয়েছিল। সেই টেন্ডারে সাড়া দিয়ে এক এজেন্সি এই কর সংগ্রহের দায়িত্ব পেয়েছে। যে এজেন্সিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তারা করসংগ্রহকারীদের জোগাড় করবে। করসংগ্রহকারীদের পরনে থাকবে ইউনিফর্ম, সঙ্গে থাকবে পরিচিতিপত্র।

এ ব্যাপারে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ওই বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হবে কবে থেকে এই কর সংগ্রহ শুরু হবে। দার্জিলিং পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র ঠাকুরি খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, “শীঘ্রই এই কর সংগ্রহ শুরু হবে।”

কেন আপত্তি হোটেল ব্যবসায়ীদের

বিষয়টি নিয়ে আপত্তি রয়েছে হোটেল ব্যবসায়ীদের। একজন হোটেল ব্যবসায়ী বলেন, “আমাদের সঙ্গে কোনো রকম পরামর্শ না করেই পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছে। অতীতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সময়ে আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ।”

দার্জিলিং পুরসভা এই নিয়ে চার বার পর্যটকদের উপর ‘ট্যুরিস্ট ট্যাক্স’ চাপাল। আর প্রত্যেক বারই কিছু দিন চালানোর পর কর সংগ্রহ বন্ধ করে দিতে হয়েছিল। প্রথমে এই কর চাপানো হয় ২০০৮ সালে। তার পর ২০১১-তে পর্যটকদের উপর প্রতি দিন মাথাপিছু ৩ টাকা করে কর চাপানো হয়। কিছু দিন চালানোর পর তা বন্ধ করে দেওয়া হয়। পরে আবার ২০১২ সালে প্রতি দিন মাথাপিছু ১০ টাকা করে কর চাপানো হয়।

আগের তিন বার এই প্রচেষ্টা ফলপ্রসূ না হওয়ার কারণ হোটেল ব্যবসায়ীদের অসহযোগিতা। বহু হোটেল ব্যবসায়ী বলেছেন, করসংগ্রহকারীরা তাঁদের ইচ্ছামতো সময়ে আসতেন এবং হোটেল রেজিস্টার দেখতে চাইতেন। সংগ্রহকারীরা বলতেন পর্যটকদের কাছ থেকে কর সংগ্রহ করে রাখতে এবং পরে তা তাঁদের হাতে তুলে দিতে।

অনেক হোটেল ব্যবসায়ী চান নৈনিতাল, গুলমার্গের মতো দার্জিলিং-এও শহরে ঢোকার মুখেই পুরসভা কর সংগ্রহ করে নিক। এক হোটেল ব্যবসায়ী বললেন, “পুরসভা কর সংগ্রহের সিদ্ধান্ত নিলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই হোটেলে ঢোকার আগেই পর্যটকদের কাছ থেকে এই কর যেন সংগ্রহ করে নেওয়া হয়।”

তবে জেলা আধিকারিকরা মনে করেন, দার্জিলিং শহরে ঢোকার মুখে কর সংগ্রহের প্রস্তাবটি অবাস্তব। একজন আধিকারিক বলেন, “গাড়িতে পর্যটকদের চেনা খুব মুশকিল। তা ছাড়া দার্জিলিঙের রাস্তা খুব সরু। সেখানে গাড়ি দাঁড় করিয়ে কর সংগ্রহ করলে বিশাল ট্র্যাফিক জ্যাম হয়ে যাবে। বিশেষ করে, পর্যটনের ভরা মরশুমে এটা একটা বড়ো সমস্যা সৃষ্টি করবে।” জেলা আধিকারিকরা মনে করেন, পর্যটকরা কত দিন দার্জিলিঙে থাকছে তা জানার ভালো জায়গা হল হোটেল।

দার্জিলিঙে শ’চারেক হোটেল রয়েছে। এ ছাড়াও রয়েছে বহু হোমস্টে। যে সব পর্যটক হোমস্টেতে উঠবেন তাঁদের ক্ষেত্রে কী করা হবে তা পরিষ্কার নয়। কারণ এ ব্যাপারে পুরসভা যে টেন্ডার ছেড়েছে তাতে শুধু হোটেলেরই কথা বলা হয়েছে। সেখানে হোমস্টের কোনো উল্লেখ নেই। তা ছাড়া যাঁরা বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের বাড়িতে আসবেন তাঁরা সম্ভবত এই কর থেকে ছাড় পেয়ে যাবেন।

সূত্র মারফত জানা গিয়েছে, যে বেসরকারি এজেন্সি এই কর সংগ্রহের দায়িত্ব পেয়েছে তারা হোটেলে হোটেলে ট্যুরিস্ট ট্যাক্স সংগ্রহ করার রশিদ বই দিয়ে আসছে। তবে বহু হোটেল এই রশিদ বই নিতে অস্বীকার করছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।