Homeরাজ্যদার্জিলিংধসের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা, দার্জিলিং থেকে শিলিগুড়িতে নামার...

ধসের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা, দার্জিলিং থেকে শিলিগুড়িতে নামার কোন কোন রাস্তা খোলা?

প্রকাশিত

দুর্যোগের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে দার্জিলিং। টানা কয়েক দিনের প্রবল বর্ষণ ও ধসে বিপর্যস্ত পাহাড় এখন স্বস্তির নিশ্বাস ফেলছে। সোমবার সকাল থেকে নতুন করে বৃষ্টি হয়নি, ফলে ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব কষা শুরু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক ও দুধিয়া অঞ্চল। মানেভঞ্জন, সুখিয়াপোখরির মতো ছোট জনপদগুলিতেও ধসের প্রভাব স্পষ্ট।

পাহাড়ে ধস নামার আতঙ্কে পুজোর মরসুমে আসা পর্যটকেরা ফেরার চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব। দার্জিলিং থেকে শিলিগুড়ি নামার সব রাস্তা এখনও চালু না হওয়ায় ঘুরপথে নামতে হচ্ছে তাঁদের। বর্তমানে দু’টি রাস্তা খোলা আছে—হিল কার্ট রোড, যা তিনধারিয়া হয়ে সুকনা হয়ে শিলিগুড়িতে যায়, এবং পাঙ্খাবাড়ি রোড, যা তুলনামূলক কঠিন হলেও এখন ব্যবহারযোগ্য।

রবিবার সাময়িকভাবে খোলা থাকা রোহিণী রোড সোমবার সকাল থেকে আবার বন্ধ হয়ে যায়। দুধিয়ায় সেতু ভেঙে যাওয়ায় মিরিকগামী রাস্তা আংশিক বন্ধ। সেনা জওয়ানরা ক্ষতিগ্রস্ত স্থানে পৌঁছে বেলি ব্রিজ তৈরির পরিকল্পনা নিয়েছেন। অন্যদিকে, সিকিমের সঙ্গে সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ না হলেও নিয়ন্ত্রিত ভাবে যানবাহন চলাচল হচ্ছে। কালিম্পং-লাভা-লোলেগাঁও হয়ে শিলিগুড়ি নামার রাস্তা খোলা রয়েছে।

সোমবার সকালে দুধিয়ার ভাঙা সেতু পরিদর্শনে গিয়ে দার্জিলিঙের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ জানান, “ব্রিজ ভেঙে পড়ায় মিরিকের দিকে যাওয়া সম্ভব নয়, তবে কার্শিয়াং থেকে পাঙ্খাবাড়ি ও হিলকার্ট রোড ব্যবহার করে পর্যটকদের নিরাপদে নামানো হচ্ছে।”

আটকে পড়া পর্যটক ও স্থানীয়দের সহায়তায় পুলিশ প্রশাসনের তরফে হেল্পলাইন চালু করা হয়েছে। সুপার জানান, “আমরা ফোন পেয়ে প্রয়োজনীয় সাহায্য করছি। খাবার সরবরাহ ও গাইডেন্সের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে কমিউনিটি কিচেন চালু হয়েছে। কোন রাস্তা খোলা, কোনটি বন্ধ—সব তথ্য সমাজমাধ্যমের মাধ্যমে জানানো হচ্ছে।”

বৃষ্টি থেমে যাওয়ায় পাহাড় ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ঠিকই, তবে প্রশাসন এখনই আশঙ্কা কাটানোর পরামর্শ দিচ্ছে না। কারণ পাহাড়ি মাটি এখনও নরম, আর সামান্য বৃষ্টিতেও নতুন ধস নামার আশঙ্কা থেকেই যাচ্ছে।

দার্জিলিং পুলিশের ফেসবুক পেজে যেতে এখানে ক্লিক করুন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শহুরে জীবন, কর্মক্ষেত্রে মানসিক চাপ, ‘কুল ইমেজ’ দেখানোর মোহে ধুূমপান বাড়ছে তরুণী ও মহিলাদের মধ্যে, জানাচ্ছে সমীক্ষা

দক্ষিণবঙ্গে শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন, কমবে আর্দ্রতা ও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই, বর্ষা বিদায়ের পথে বাংলা।

নেদারল্যান্ডসের সহায়তায় রাজ্যে ২ বিশেষ ফুলচাষ কেন্দ্র! নদিয়া ও দার্জিলিংয়ে গড়ে উঠছে ফ্লোরিকালচার সেন্টার ফর এক্সেলেন্স

রাজ্যের ফুলচাষে নতুন দিগন্ত! নেদারল্যান্ডসের সহায়তায় নদিয়ার আয়েশপুর ও দার্জিলিংয়ের মংপুতে গড়ে উঠছে ২টি ফ্লোরিকালচার সেন্টার ফর এক্সেলেন্স। আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ পাবেন রাজ্যের ফুলচাষীরা।

দৈনিক আট ঘণ্টা কাজের দাবি করেই কাজ হারালেন দীপিকা? দেশের ফিল্‌ম ইন্ডাস্ট্রির কী মুখোশ খুললেন?

খবর অনলাইন ডেস্ক: অবশেষে নীরবতা ভাঙলেন দীপিকা পাড়ুকোন। কেন সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ এবং...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: বাংলার রিচার দুরন্ত লড়াই ব্যর্থ, প্রোটিয়াদের জয় এল ক্লার্কের ব্যাট থেকে

ভারত: ২৫১ (৪৯.৫ ওভার) (রিচা ঘোষ ৯৪, প্রতীকা রাওয়াল ৩৭, ক্লোয়ে ট্রায়ন ৩-৩২, মেরিজেন...

আরও পড়ুন

দুর্যোগ কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দার্জিলিংয়! খুলেছে হিল কার্ট ও পাঙ্খাবাড়ি রোড, সেতু মেরামত শুরু সেনার

ধসের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক ছন্দে দার্জিলিং। খুলেছে হিল কার্ট ও পাঙ্খাবাড়ি রোড, মেরামতি চলছে দুধিয়ার ভাঙা সেতুর। সেনা তৈরি করছে বেলি ব্রিজ। সেবক থেকে রংপো পর্যন্ত ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি।

দার্জিলিঙে ভয়াবহ বৃষ্টি ও ধস! ১৩ জনের মৃত্যু, বন্ধ রোহিণী রোড, পর্যটকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি

দার্জিলিঙে টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি। মিরিকের লোহার সেতু ভেঙে ১৩ জনের মৃত্যু, রোহিণী রোড-সহ একাধিক রাস্তা বন্ধ। পর্যটকদের জন্য জিটিএ-র বিশেষ নির্দেশিকা জারি।

ধসের জেরে ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, ভোগান্তিতে সিকিমগামী যাত্রীরা

ধসের জেরে ফের বন্ধ হয়ে গেল শিলিগুড়ি-সিকিমের লাইফলাইন জাতীয় সড়ক ১০। সেবক করোনেশন ব্রিজের কাছে রাস্তার বড় অংশ ক্ষতিগ্রস্ত। বিকল্প পথে যেতে হচ্ছে যাত্রীদের।