শৈলশহর দার্জিলিংকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর এবং সংক্রমণমুক্ত রাখতে পোষ্যদের নিয়ে আসা ও পালন সম্পর্কিত কঠোর বিধি জারি করতে চলেছে দার্জিলিং পুরসভা। পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ক্ষেত্রেও থাকছে সমান নিয়ম। বাধ্যতামূলক টিকাকরণ, মলমূত্র ত্যাগে নিষেধাজ্ঞা ও জরিমানা—সব মিলিয়ে ২০২৬ সালের জানুয়ারি থেকে দার্জিলিংয়ে পোষ্য নিয়ে ঘোরাঘুরি হবে এক নতুন ব্যবস্থার আওতায়।
সম্প্রতি দার্জিলিং পুরসভার মাসিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে—কোনও পর্যটক যদি কুকুর বা বিড়াল নিয়ে পাহাড়ে ঘুরতে আসেন, তবে পোষ্যের টিকাকরণ বাধ্যতামূলক। সেই বিবরণ সম্বলিত ভ্যাক্সিনেশন কার্ড সঙ্গে রাখা আবশ্যক।
পাহাড়ের জনপ্রিয় পর্যটনস্থল চৌরাস্তা, ম্যালরোড-সহ নানা জায়গায় পোষ্যদের মলমূত্রের কারণে পরিবেশ দূষণ বাড়ছে—এমন অভিযোগ বহুদিনের। তাই নতুন নিয়ম অনুযায়ী, যেখানে সেখানে পোষ্যকে মলমূত্র ত্যাগ করতে দিলে দিতে হবে সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানা। এই নিয়ম সমানভাবে মানতে হবে পাহাড়বাসীদেরও।
পাহাড়ের বাসিন্দাদের জন্য পালনের নতুন বিধি
শুধু পর্যটক নয়, পাহাড়ের স্থানীয় বাসিন্দাদেরও পোষ্য রাখার ক্ষেত্রে পুরসভার বিধি মানতে হবে। পোষ্যদের জন্য ভ্যাক্সিনেশন কার্ড চালু করার পরিকল্পনাও রয়েছে পুরসভার। পাশাপাশি যাঁরা বাণিজ্যিক কারণে পশুপালন করেন, তাঁদেরও পুরসভাকে কর দিয়ে পরিষেবা নিতে হবে।
পুরসভার তরফে পৃথক মলমূত্র সংগ্রহ ব্যবস্থা
পুরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরীর কথায়, পোষ্যদের জন্য নির্দিষ্ট জায়গায় মলমূত্র ফেলার ব্যবস্থা করা হবে। পুরসভা প্রতিদিন সেই মলমূত্র সংগ্রহ করবে। এর জন্য পোষ্য মালিকদের থেকে কর নেওয়া হবে। তবে বিপিএল তালিকাভুক্তরা কর থেকে ছাড় পাবেন।
পুরসভার চেয়ারম্যান জানান, বোর্ড মিটিংয়ে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অর্থ দপ্তরের ‘সবুজ সংকেত’ পেলেই নিয়মটি আইন হিসেবে কার্যকর হবে।
সব ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরু থেকেই দার্জিলিংয়ে পোষ্য নিয়ে ঘুরতে গেলে বা বাড়িতে পোষ্য রাখার ক্ষেত্রে এই নতুন নিয়ম মানা বাধ্যতামূলক হবে।
