Homeরাজ্যদার্জিলিংদার্জিলিংয়ে কুকুর–বিড়াল নিয়ে বেড়াতে নতুন নিয়ম, বাধ্যতামূলক টিকাকরণ, ২০২৬ জানুয়ারি থেকে কার্যকর

দার্জিলিংয়ে কুকুর–বিড়াল নিয়ে বেড়াতে নতুন নিয়ম, বাধ্যতামূলক টিকাকরণ, ২০২৬ জানুয়ারি থেকে কার্যকর

প্রকাশিত

শৈলশহর দার্জিলিংকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর এবং সংক্রমণমুক্ত রাখতে পোষ্যদের নিয়ে আসা ও পালন সম্পর্কিত কঠোর বিধি জারি করতে চলেছে দার্জিলিং পুরসভা। পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ক্ষেত্রেও থাকছে সমান নিয়ম। বাধ্যতামূলক টিকাকরণ, মলমূত্র ত্যাগে নিষেধাজ্ঞা ও জরিমানা—সব মিলিয়ে ২০২৬ সালের জানুয়ারি থেকে দার্জিলিংয়ে পোষ্য নিয়ে ঘোরাঘুরি হবে এক নতুন ব্যবস্থার আওতায়।

সম্প্রতি দার্জিলিং পুরসভার মাসিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে—কোনও পর্যটক যদি কুকুর বা বিড়াল নিয়ে পাহাড়ে ঘুরতে আসেন, তবে পোষ্যের টিকাকরণ বাধ্যতামূলক। সেই বিবরণ সম্বলিত ভ্যাক্সিনেশন কার্ড সঙ্গে রাখা আবশ্যক।

পাহাড়ের জনপ্রিয় পর্যটনস্থল চৌরাস্তা, ম্যালরোড-সহ নানা জায়গায় পোষ্যদের মলমূত্রের কারণে পরিবেশ দূষণ বাড়ছে—এমন অভিযোগ বহুদিনের। তাই নতুন নিয়ম অনুযায়ী, যেখানে সেখানে পোষ্যকে মলমূত্র ত্যাগ করতে দিলে দিতে হবে সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানা। এই নিয়ম সমানভাবে মানতে হবে পাহাড়বাসীদেরও।

পাহাড়ের বাসিন্দাদের জন্য পালনের নতুন বিধি

শুধু পর্যটক নয়, পাহাড়ের স্থানীয় বাসিন্দাদেরও পোষ্য রাখার ক্ষেত্রে পুরসভার বিধি মানতে হবে। পোষ্যদের জন্য ভ্যাক্সিনেশন কার্ড চালু করার পরিকল্পনাও রয়েছে পুরসভার। পাশাপাশি যাঁরা বাণিজ্যিক কারণে পশুপালন করেন, তাঁদেরও পুরসভাকে কর দিয়ে পরিষেবা নিতে হবে।

পুরসভার তরফে পৃথক মলমূত্র সংগ্রহ ব্যবস্থা

পুরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরীর কথায়, পোষ্যদের জন্য নির্দিষ্ট জায়গায় মলমূত্র ফেলার ব্যবস্থা করা হবে। পুরসভা প্রতিদিন সেই মলমূত্র সংগ্রহ করবে। এর জন্য পোষ্য মালিকদের থেকে কর নেওয়া হবে। তবে বিপিএল তালিকাভুক্তরা কর থেকে ছাড় পাবেন।

পুরসভার চেয়ারম্যান জানান, বোর্ড মিটিংয়ে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অর্থ দপ্তরের ‘সবুজ সংকেত’ পেলেই নিয়মটি আইন হিসেবে কার্যকর হবে।

সব ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরু থেকেই দার্জিলিংয়ে পোষ্য নিয়ে ঘুরতে গেলে বা বাড়িতে পোষ্য রাখার ক্ষেত্রে এই নতুন নিয়ম মানা বাধ্যতামূলক হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

আরও পড়ুন

১৮২ বছরের ঐতিহ্যবাহী দার্জিলিংয়ের সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সংস্কার সম্পন্ন, ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা

দার্জিলিংয়ের ১৮২ বছরের ঐতিহ্যবাহী সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সংস্কার কাজ সম্পন্ন হল। প্রায় ১.৫৫ কোটি টাকা ব্যয়ে সংস্কার হওয়া এই চার্চের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৩ মাস ধরে থেমে থাকা দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টাওয়ার ক্লক ফের সচল হবে, তৈরি হচ্ছে নতুন পর্যটন জোন

দার্জিলিংয়ের ক্যাপিটল হলের ঐতিহ্যবাহী টাওয়ার ক্লক তিন মাস ধরে বন্ধ। এবার পূর্ণ সংস্কার করে ঘড়িটিকে সচল করার পাশাপাশি তৈরি হবে মিউজিয়াম, ব্যাঙ্কোয়েট ভেন্যু ও সেলফি পয়েন্ট। প্রশাসনের লক্ষ্য—ঐতিহ্যের গৌরব ফিরিয়ে আনা ও নতুন পর্যটন আকর্ষণ গড়ে তোলা।

দার্জিলিং কমলায় জিআই ট্যাগ: পাহাড়ের ‘রানি’ রপ্তানিতে প্রস্তুত, কার্শিয়াংয়ে প্রথম লটে ৪৫০ কেজি কমলা সংগ্রহ

দার্জিলিংয়ের কমলা পেল জিআই ট্যাগ। প্রশাসন রপ্তানিতে ঝাঁপিয়ে পড়েছে, প্রথম পর্যায়ে ৪৫০ কেজি কমলা দক্ষিণবঙ্গে পাঠানো হবে। দার্জিলিংয়ের কমলার বিশেষত্ব ও জিআই প্রাপ্তির পথ জানুন।