Homeরাজ্যদার্জিলিংদার্জিলিং চিড়িয়াখানায় স্কেলেটন মিউজিয়ামের উদ্বোধন, শিক্ষার্থীদের জন্য নতুন আকর্ষণ

দার্জিলিং চিড়িয়াখানায় স্কেলেটন মিউজিয়ামের উদ্বোধন, শিক্ষার্থীদের জন্য নতুন আকর্ষণ

প্রকাশিত

দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্কে চালু হল স্কেলেটন মিউজিয়াম। এটি রাজ্যের দ্বিতীয় স্কেলেটন মিউজিয়াম, যা কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামের পর পর্যটক ও শিক্ষার্থীদের জন্য নতুন আকর্ষণ হয়ে উঠেছে। সম্প্রতি রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা মিউজিয়ামটির উদ্বোধন করেছেন।

মিউজিয়ামে বিভিন্ন বিরল ও লুপ্তপ্রায় প্রাণীর কঙ্কাল প্রদর্শিত হচ্ছে, যা শিক্ষার্থীদের পশুপাখি সম্পর্কে জানতে এবং তাদের জীবনধারা বোঝার ক্ষেত্রে সহায়ক হবে। চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইচি জানান, ‘‘এটি শিক্ষার্থীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। তারা এখানে কঙ্কাল দেখে প্রাণী সংক্রান্ত তথ্য পাবে এবং তাদের জীবনের নানা দিক বোঝার চেষ্টা করতে পারবে।’’

মিউজিয়ামটিতে রেড পান্ডা, স্নো লেপার্ড, এশিয়াটিক ব্ল্যাক বেয়ার, বনবিড়াল, স্লো লরিস, ইন্ডিয়ান রক পাইথন, এবং ব্লু শিপের মতো বিভিন্ন প্রাণীর কঙ্কাল রাখা হয়েছে। ২০১৬ সালে দার্জিলিং চিড়িয়াখানায় বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের উদ্বোধন হয়েছিল, যেখানে প্রাণীর কঙ্কাল সংরক্ষণের জন্য একটি আলাদা বিভাগ ছিল। এবার সেই কঙ্কালগুলিকে আরও সঠিকভাবে প্রদর্শনের জন্য স্কেলেটন মিউজিয়াম আলাদা করে তৈরি করা হয়েছে।

ডিরেক্টরের মতে, ‘‘মিউজিয়ামটি চালু করার জন্য গত ছয়-সাত মাস ধরে কঙ্কাল সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি চালু হলেও ভবিষ্যতে আরও কঙ্কাল সংযোজন করা হবে।’’

দার্জিলিং চিড়িয়াখানার নতুন এই উদ্যোগ পর্যটকদের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের আকর্ষণ করছে। শিক্ষার্থীরা এখানে পশুপাখি চেনা এবং তাদের জীবনের বৈচিত্র সম্পর্কে জানতে পারবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

এক নির্লজ্জ আগ্রাসী আক্রমণের মুখোমুখি এই মুহূর্তে সারাবিশ্ব

পৃথিবী জুড়েই চলছে এই আগ্রাসন নীতি। কিন্তু কেন? তার নীল নকশা অনেক আগে থেকেই প্রস্তুতি করা হয়েছিল।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

আরও পড়ুন

১৮২ বছরের ঐতিহ্যবাহী দার্জিলিংয়ের সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সংস্কার সম্পন্ন, ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা

দার্জিলিংয়ের ১৮২ বছরের ঐতিহ্যবাহী সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সংস্কার কাজ সম্পন্ন হল। প্রায় ১.৫৫ কোটি টাকা ব্যয়ে সংস্কার হওয়া এই চার্চের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৩ মাস ধরে থেমে থাকা দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টাওয়ার ক্লক ফের সচল হবে, তৈরি হচ্ছে নতুন পর্যটন জোন

দার্জিলিংয়ের ক্যাপিটল হলের ঐতিহ্যবাহী টাওয়ার ক্লক তিন মাস ধরে বন্ধ। এবার পূর্ণ সংস্কার করে ঘড়িটিকে সচল করার পাশাপাশি তৈরি হবে মিউজিয়াম, ব্যাঙ্কোয়েট ভেন্যু ও সেলফি পয়েন্ট। প্রশাসনের লক্ষ্য—ঐতিহ্যের গৌরব ফিরিয়ে আনা ও নতুন পর্যটন আকর্ষণ গড়ে তোলা।

দার্জিলিং কমলায় জিআই ট্যাগ: পাহাড়ের ‘রানি’ রপ্তানিতে প্রস্তুত, কার্শিয়াংয়ে প্রথম লটে ৪৫০ কেজি কমলা সংগ্রহ

দার্জিলিংয়ের কমলা পেল জিআই ট্যাগ। প্রশাসন রপ্তানিতে ঝাঁপিয়ে পড়েছে, প্রথম পর্যায়ে ৪৫০ কেজি কমলা দক্ষিণবঙ্গে পাঠানো হবে। দার্জিলিংয়ের কমলার বিশেষত্ব ও জিআই প্রাপ্তির পথ জানুন।