Homeরাজ্যদার্জিলিংদার্জিলিঙের মাটিগাড়ায় স্কুলছাত্রী ধর্ষণ ও খুনে অপরাধীর মৃত্যুদণ্ড, ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের...

দার্জিলিঙের মাটিগাড়ায় স্কুলছাত্রী ধর্ষণ ও খুনে অপরাধীর মৃত্যুদণ্ড, ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

প্রকাশিত

দার্জিলিঙের মাটিগাড়ায় স্কুলছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত মহম্মদ আব্বাসকে মৃত্যুদণ্ডের সাজা দিল শিলিগুড়ি আদালত। এই নৃশংস ঘটনার ১ বছর ১৪ দিনের মাথায় মামলার নিষ্পত্তি করল আদালত। শনিবার শিলিগুড়ির অতিরিক্ত নগর দায়রা আদালতের বিচারক অনিতা মেহেত্রা মাথুর এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে, আদালত মৃতার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে। বিচারকের এই রায়ে নির্যাতিতার পরিবার সন্তোষ প্রকাশ করেছে এবং বলেছে, এই রায়ে তাদের মেয়ে শান্তি পাবে।

২০২৩ সালের ২১ অগস্ট মাটিগাড়ার জঙ্গলের ভিতর একটি পরিত্যক্ত ঘরে একাদশ শ্রেণির ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল মহম্মদ আব্বাস। শারীরিক অত্যাচারের জেরে মেয়েটির মৃত্যু হয়, এবং অপরাধী তার মুখ ইট দিয়ে থেঁতলে দেয় যাতে তাকে চেনা না যায়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। অবশেষে, ঘটনার তদন্ত শেষ করে সমস্ত সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখে আব্বাসকে দোষী সাব্যস্ত করে আদালত।

মামলার রায় ঘোষণার সময় সরকারি পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় অপরাধীর ফাঁসির দাবি জানান। তিনি বলেন, “এই নৃশংস ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া অপরাধীকে সর্বোচ্চ সাজা দেওয়া উচিত।” অন্যদিকে, আব্বাসের আইনজীবী তাঁর মক্কেলের বৃদ্ধা মায়ের কথা উল্লেখ করে ফাঁসি রদের আবেদন করেন। তবে, বিচারক এই মামলাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে দোষীকে মৃত্যুদণ্ড দেন।

মামলার রায় ঘোষণার পর নির্যাতিতার মা আদালতে উপস্থিত থেকে বলেন, “আমরা আদালতের রায়ে সন্তুষ্ট। আমার মেয়ে শান্তি পাবে। অপরাধীকে যে শাস্তি দেওয়া হয়েছে, তা একেবারে সঠিক।” তাঁর আরও সংযোজন, “ওই ব্যক্তির পরিবার ছিল, স্ত্রীরা ছিল, সন্তানও ছিল, কিন্তু সে যা করেছে, তার জন্য এমন শাস্তিই প্রাপ্য। শুরু থেকেই আমরা মাটিগাড়া থানা এবং আদালতের উপর ভরসা রেখেছিলাম। আজ সেই ভরসা আমাদের মেয়েকে ন্যায়বিচার পাইয়ে দিল।”

এদিকে, শিলিগুড়ির আদালতের বাইরে নির্যাতিতার পরিবার ও প্রতিবেশীরা আব্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। আদালতে আনা হলে তাঁরা অপরাধীর উপর ক্ষোভ প্রকাশ করেন এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হন। সাজা ঘোষণার পরে তাঁরা আদালতের বাইরে উচ্ছ্বাসে ফেটে পড়েন।

উল্লেখ্য, মামলাটি পক্সো আইনে দায়ের করা হয়েছিল, কারণ নির্যাতিতা ছিল নাবালিকা। এছাড়াও, আদালত মৃতার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। 

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

আরও পড়ুন

দুর্যোগ কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দার্জিলিংয়! খুলেছে হিল কার্ট ও পাঙ্খাবাড়ি রোড, সেতু মেরামত শুরু সেনার

ধসের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক ছন্দে দার্জিলিং। খুলেছে হিল কার্ট ও পাঙ্খাবাড়ি রোড, মেরামতি চলছে দুধিয়ার ভাঙা সেতুর। সেনা তৈরি করছে বেলি ব্রিজ। সেবক থেকে রংপো পর্যন্ত ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি।

ধসের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা, দার্জিলিং থেকে শিলিগুড়িতে নামার কোন কোন রাস্তা খোলা?

দার্জিলিঙে বৃষ্টিজনিত ধসের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। খোলা রয়েছে হিলকার্ট ও পাঙ্খাবাড়ি রোড। আটকে থাকা পর্যটকদের নিরাপদে নামানো হচ্ছে। দুধিয়ার সেতু ভাঙায় মিরিকের রাস্তা আংশিক বন্ধ।

দার্জিলিঙে ভয়াবহ বৃষ্টি ও ধস! ১৩ জনের মৃত্যু, বন্ধ রোহিণী রোড, পর্যটকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি

দার্জিলিঙে টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি। মিরিকের লোহার সেতু ভেঙে ১৩ জনের মৃত্যু, রোহিণী রোড-সহ একাধিক রাস্তা বন্ধ। পর্যটকদের জন্য জিটিএ-র বিশেষ নির্দেশিকা জারি।