Homeরাজ্যদার্জিলিংদার্জিলিঙের মাটিগাড়ায় স্কুলছাত্রী ধর্ষণ ও খুনে অপরাধীর মৃত্যুদণ্ড, ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের...

দার্জিলিঙের মাটিগাড়ায় স্কুলছাত্রী ধর্ষণ ও খুনে অপরাধীর মৃত্যুদণ্ড, ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

প্রকাশিত

দার্জিলিঙের মাটিগাড়ায় স্কুলছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত মহম্মদ আব্বাসকে মৃত্যুদণ্ডের সাজা দিল শিলিগুড়ি আদালত। এই নৃশংস ঘটনার ১ বছর ১৪ দিনের মাথায় মামলার নিষ্পত্তি করল আদালত। শনিবার শিলিগুড়ির অতিরিক্ত নগর দায়রা আদালতের বিচারক অনিতা মেহেত্রা মাথুর এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে, আদালত মৃতার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে। বিচারকের এই রায়ে নির্যাতিতার পরিবার সন্তোষ প্রকাশ করেছে এবং বলেছে, এই রায়ে তাদের মেয়ে শান্তি পাবে।

২০২৩ সালের ২১ অগস্ট মাটিগাড়ার জঙ্গলের ভিতর একটি পরিত্যক্ত ঘরে একাদশ শ্রেণির ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল মহম্মদ আব্বাস। শারীরিক অত্যাচারের জেরে মেয়েটির মৃত্যু হয়, এবং অপরাধী তার মুখ ইট দিয়ে থেঁতলে দেয় যাতে তাকে চেনা না যায়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। অবশেষে, ঘটনার তদন্ত শেষ করে সমস্ত সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখে আব্বাসকে দোষী সাব্যস্ত করে আদালত।

মামলার রায় ঘোষণার সময় সরকারি পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় অপরাধীর ফাঁসির দাবি জানান। তিনি বলেন, “এই নৃশংস ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া অপরাধীকে সর্বোচ্চ সাজা দেওয়া উচিত।” অন্যদিকে, আব্বাসের আইনজীবী তাঁর মক্কেলের বৃদ্ধা মায়ের কথা উল্লেখ করে ফাঁসি রদের আবেদন করেন। তবে, বিচারক এই মামলাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে দোষীকে মৃত্যুদণ্ড দেন।

মামলার রায় ঘোষণার পর নির্যাতিতার মা আদালতে উপস্থিত থেকে বলেন, “আমরা আদালতের রায়ে সন্তুষ্ট। আমার মেয়ে শান্তি পাবে। অপরাধীকে যে শাস্তি দেওয়া হয়েছে, তা একেবারে সঠিক।” তাঁর আরও সংযোজন, “ওই ব্যক্তির পরিবার ছিল, স্ত্রীরা ছিল, সন্তানও ছিল, কিন্তু সে যা করেছে, তার জন্য এমন শাস্তিই প্রাপ্য। শুরু থেকেই আমরা মাটিগাড়া থানা এবং আদালতের উপর ভরসা রেখেছিলাম। আজ সেই ভরসা আমাদের মেয়েকে ন্যায়বিচার পাইয়ে দিল।”

এদিকে, শিলিগুড়ির আদালতের বাইরে নির্যাতিতার পরিবার ও প্রতিবেশীরা আব্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। আদালতে আনা হলে তাঁরা অপরাধীর উপর ক্ষোভ প্রকাশ করেন এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হন। সাজা ঘোষণার পরে তাঁরা আদালতের বাইরে উচ্ছ্বাসে ফেটে পড়েন।

উল্লেখ্য, মামলাটি পক্সো আইনে দায়ের করা হয়েছিল, কারণ নির্যাতিতা ছিল নাবালিকা। এছাড়াও, আদালত মৃতার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

আরও পড়ুন

১৮২ বছরের ঐতিহ্যবাহী দার্জিলিংয়ের সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সংস্কার সম্পন্ন, ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা

দার্জিলিংয়ের ১৮২ বছরের ঐতিহ্যবাহী সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সংস্কার কাজ সম্পন্ন হল। প্রায় ১.৫৫ কোটি টাকা ব্যয়ে সংস্কার হওয়া এই চার্চের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৩ মাস ধরে থেমে থাকা দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টাওয়ার ক্লক ফের সচল হবে, তৈরি হচ্ছে নতুন পর্যটন জোন

দার্জিলিংয়ের ক্যাপিটল হলের ঐতিহ্যবাহী টাওয়ার ক্লক তিন মাস ধরে বন্ধ। এবার পূর্ণ সংস্কার করে ঘড়িটিকে সচল করার পাশাপাশি তৈরি হবে মিউজিয়াম, ব্যাঙ্কোয়েট ভেন্যু ও সেলফি পয়েন্ট। প্রশাসনের লক্ষ্য—ঐতিহ্যের গৌরব ফিরিয়ে আনা ও নতুন পর্যটন আকর্ষণ গড়ে তোলা।

দার্জিলিং কমলায় জিআই ট্যাগ: পাহাড়ের ‘রানি’ রপ্তানিতে প্রস্তুত, কার্শিয়াংয়ে প্রথম লটে ৪৫০ কেজি কমলা সংগ্রহ

দার্জিলিংয়ের কমলা পেল জিআই ট্যাগ। প্রশাসন রপ্তানিতে ঝাঁপিয়ে পড়েছে, প্রথম পর্যায়ে ৪৫০ কেজি কমলা দক্ষিণবঙ্গে পাঠানো হবে। দার্জিলিংয়ের কমলার বিশেষত্ব ও জিআই প্রাপ্তির পথ জানুন।