Homeরাজ্যদার্জিলিংধসের জেরে ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, ভোগান্তিতে সিকিমগামী যাত্রীরা

ধসের জেরে ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, ভোগান্তিতে সিকিমগামী যাত্রীরা

প্রকাশিত

পাহাড়ে টানা বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার ভোরে সেবক করোনেশন ব্রিজের কাছে ধস নামে। ধসে রাস্তার বড় অংশ পাথর ও মাটির নিচে চাপা পড়ে যায়। ফলে শিলিগুড়ি থেকে সিকিমে পৌঁছনোর প্রধান রাস্তা জাতীয় সড়ক ১০ আপাতত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বড় আকারের পাথর রাস্তার উপর পড়ায় দ্রুত সরানো সম্ভব নয়। ফলে যান চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। প্রাথমিক অনুমান, পাহাড়ে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি এই ধসের জন্য দায়ী। প্রশাসনের আশঙ্কা, সড়কের অন্যান্য অংশও ক্ষতিগ্রস্ত হতে পারে, যদিও ধস না সরানো পর্যন্ত ক্ষয়ক্ষতির পুরো হিসাব পাওয়া যাবে না।

সিকিমের লাইফলাইন বিপর্যস্ত

শিলিগুড়ি থেকে সিকিমে পৌঁছনোর প্রধান সড়ক হল জাতীয় সড়ক ১০। একে ‘লাইফলাইন অব সিকিম’ বলা হয়। এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পর্যটক থেকে শুরু করে সাধারণ যাত্রী—সকলেই ভোগান্তিতে পড়েছেন।

কালিম্পং জেলা প্রশাসন বিকল্প পথে যাতায়াতের পরামর্শ দিয়েছে। সিকিমগামী গাড়িগুলিকে লাভা ও গরুবাথান হয়ে যেতে বলা হয়েছে। তবে এতে অনেকটা ঘুরপথে এবং বেশি সময় লেগে যাচ্ছে।

ধসের পুনরাবৃত্তি

গত কয়েক দিনে বারবার ধস নেমেছে জাতীয় সড়ক ১০-এর বিভিন্ন জায়গায়। কয়েক দিন আগেই শ্বেতীঝোড়ার কাছে সড়কের একটি অংশ ভেঙে তিস্তা নদীতে তলিয়ে গিয়েছিল। রাস্তার বিভিন্ন জায়গায় ফাটল ধরা পড়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ধস সরিয়ে চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।

১৫ অগস্ট সন্ধ্যার পরই সড়ক ধরে ফের যান চলাচল শুরু হয়েছিল। কিন্তু কয়েক দিনের মধ্যেই আবারও ধসে সিকিমের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ল।

আরও পড়ুন: দিঘায় পর্যটকদের জন্য ‘যাত্রীসাথী’ অ্যাপ ক্যাব পরিষেবা চালু, অতিরিক্ত ভাড়া নিলে অভিযোগের সুযোগও

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে বন্ধ থাকবে হাওড়ার পানীয় জল সরবরাহ

পদ্মপুকুর ইনটেক পয়েন্টে পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে হাওড়া পুরসভার সব ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। সন্ধ্যা থেকে ফের স্বাভাবিক পরিষেবা।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

বিষহরা গানকে ফিরিয়ে আনতে শিবমন্দির পুজোর থিম ‘বিষহরি’, মণ্ডপে ১০০ ফুট লম্বা সাপ

দক্ষিণ কলকাতার শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম ‘বিষহরি’। বাংলার লুপ্তপ্রায় লোকসংস্কৃতি বিষহরা গানকে বাঁচিয়ে তোলার প্রয়াসে মণ্ডপে থাকছে বিশেষ সজ্জা ও ১০০ ফুট লম্বা সাপ।

আরও পড়ুন

পশুদের মিউজিয়াম ও বায়োব্যাঙ্ক তৈরি করে তাক লাগাল দার্জিলিংয়ের চিড়িয়াখানা

এখনও যা করে দেখাতে পারেনি দেশের অন্য কোনও চিড়িয়াখানা, তা-ই করে দেখিয়ে দার্জিলিংয়ের পদ্মজা...

দার্জিলিং চিড়িয়াখানায় স্কেলেটন মিউজিয়ামের উদ্বোধন, শিক্ষার্থীদের জন্য নতুন আকর্ষণ

দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্কে চালু হল স্কেলেটন মিউজিয়াম। পর্যটকদের পাশাপাশি শিক্ষার্থীদের পশু-পাখি এবং তাদের জীবনধারা সম্পর্কে শিক্ষাদানের জন্য এটি বিশেষ আকর্ষণীয়।

সান্দাকফু ট্রেক নিরাপদ করতে উদ্যোগ প্রশাসনের, মেডিক্যাল সার্টিফিকেট বাধ্যতামূলক করার প্রস্তুতি

সান্দাকফু ট্রেকের জন্য বাধ্যতামূলক হতে চলেছে মেডিক্যাল সার্টিফিকেট। পর্যটকদের সুরক্ষা বাড়াতে দার্জিলিং জেলা প্রশাসনের নতুন নির্দেশিকা।