Homeরাজ্যদার্জিলিংধসের জেরে ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, ভোগান্তিতে সিকিমগামী যাত্রীরা

ধসের জেরে ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, ভোগান্তিতে সিকিমগামী যাত্রীরা

প্রকাশিত

পাহাড়ে টানা বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার ভোরে সেবক করোনেশন ব্রিজের কাছে ধস নামে। ধসে রাস্তার বড় অংশ পাথর ও মাটির নিচে চাপা পড়ে যায়। ফলে শিলিগুড়ি থেকে সিকিমে পৌঁছনোর প্রধান রাস্তা জাতীয় সড়ক ১০ আপাতত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বড় আকারের পাথর রাস্তার উপর পড়ায় দ্রুত সরানো সম্ভব নয়। ফলে যান চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। প্রাথমিক অনুমান, পাহাড়ে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি এই ধসের জন্য দায়ী। প্রশাসনের আশঙ্কা, সড়কের অন্যান্য অংশও ক্ষতিগ্রস্ত হতে পারে, যদিও ধস না সরানো পর্যন্ত ক্ষয়ক্ষতির পুরো হিসাব পাওয়া যাবে না।

সিকিমের লাইফলাইন বিপর্যস্ত

শিলিগুড়ি থেকে সিকিমে পৌঁছনোর প্রধান সড়ক হল জাতীয় সড়ক ১০। একে ‘লাইফলাইন অব সিকিম’ বলা হয়। এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পর্যটক থেকে শুরু করে সাধারণ যাত্রী—সকলেই ভোগান্তিতে পড়েছেন।

কালিম্পং জেলা প্রশাসন বিকল্প পথে যাতায়াতের পরামর্শ দিয়েছে। সিকিমগামী গাড়িগুলিকে লাভা ও গরুবাথান হয়ে যেতে বলা হয়েছে। তবে এতে অনেকটা ঘুরপথে এবং বেশি সময় লেগে যাচ্ছে।

ধসের পুনরাবৃত্তি

গত কয়েক দিনে বারবার ধস নেমেছে জাতীয় সড়ক ১০-এর বিভিন্ন জায়গায়। কয়েক দিন আগেই শ্বেতীঝোড়ার কাছে সড়কের একটি অংশ ভেঙে তিস্তা নদীতে তলিয়ে গিয়েছিল। রাস্তার বিভিন্ন জায়গায় ফাটল ধরা পড়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ধস সরিয়ে চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।

১৫ অগস্ট সন্ধ্যার পরই সড়ক ধরে ফের যান চলাচল শুরু হয়েছিল। কিন্তু কয়েক দিনের মধ্যেই আবারও ধসে সিকিমের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ল।

আরও পড়ুন: দিঘায় পর্যটকদের জন্য ‘যাত্রীসাথী’ অ্যাপ ক্যাব পরিষেবা চালু, অতিরিক্ত ভাড়া নিলে অভিযোগের সুযোগও

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, সোমবারই ঘোষণা কমিশনের — ১ নভেম্বর থেকে ঘরে ঘরে বিএলও

নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর দিনক্ষণ। পশ্চিমবঙ্গ-সহ ১৫টি রাজ্যে মঙ্গলবার থেকেই কাজ শুরু। ১ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও।

অস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার।...

স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পের সমাজ ও সময়ের প্রতিফলন — আঠারোটি প্রবন্ধে বৈচিত্র্যে ভরপুর সংকলন

‘স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পে সমাজ ও সময়ের দ্বন্দ্ব’ সংকলনে আঠারোটি প্রবন্ধের মাধ্যমে প্রতিফলিত হয়েছে স্বাধীনোত্তর বাংলার সমাজ, রাজনীতি ও মানুষের অন্তর্জগৎ। সম্পাদনায় ড. রামেন্দ্র দাস।

আরও পড়ুন

দুর্যোগ কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দার্জিলিংয়! খুলেছে হিল কার্ট ও পাঙ্খাবাড়ি রোড, সেতু মেরামত শুরু সেনার

ধসের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক ছন্দে দার্জিলিং। খুলেছে হিল কার্ট ও পাঙ্খাবাড়ি রোড, মেরামতি চলছে দুধিয়ার ভাঙা সেতুর। সেনা তৈরি করছে বেলি ব্রিজ। সেবক থেকে রংপো পর্যন্ত ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি।

ধসের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা, দার্জিলিং থেকে শিলিগুড়িতে নামার কোন কোন রাস্তা খোলা?

দার্জিলিঙে বৃষ্টিজনিত ধসের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। খোলা রয়েছে হিলকার্ট ও পাঙ্খাবাড়ি রোড। আটকে থাকা পর্যটকদের নিরাপদে নামানো হচ্ছে। দুধিয়ার সেতু ভাঙায় মিরিকের রাস্তা আংশিক বন্ধ।

দার্জিলিঙে ভয়াবহ বৃষ্টি ও ধস! ১৩ জনের মৃত্যু, বন্ধ রোহিণী রোড, পর্যটকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি

দার্জিলিঙে টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি। মিরিকের লোহার সেতু ভেঙে ১৩ জনের মৃত্যু, রোহিণী রোড-সহ একাধিক রাস্তা বন্ধ। পর্যটকদের জন্য জিটিএ-র বিশেষ নির্দেশিকা জারি।