Homeখবররাজ্যবাংলাদেশের পরিস্থিতির সুযোগ নিতে দেবে না রাজ্য পুলিশ: ডিজি রাজীব কুমার

বাংলাদেশের পরিস্থিতির সুযোগ নিতে দেবে না রাজ্য পুলিশ: ডিজি রাজীব কুমার

প্রকাশিত

বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে পশ্চিমবঙ্গে কোনও জঙ্গি কার্যকলাপ চলবে না, এমনটাই স্পষ্ট জানালেন রাজ্যের পুলিশ ডিজি রাজীব কুমার। রবিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘জঙ্গিদমনে পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশ যথেষ্ট সক্রিয়। আমরা নিঃশব্দে কাজ করছি, যাতে রাজ্যের মানুষ নিরাপদে থাকতে পারেন।’’

সম্প্রতি পশ্চিমবঙ্গ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রাজীব কুমার জানান, ‘‘এই জঙ্গিকে ধরার পিছনে আমাদের বিশেষ টিমের তৎপরতা ছিল। কাশ্মীর পুলিশের সঙ্গে আমরা সমন্বয় রেখে কাজ করেছি। জঙ্গিদমনে আমাদের রেকর্ড অতীতেও ভাল ছিল এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে।’’

রাজ্যের সীমান্ত সুরক্ষা নিয়ে বিএসএফের খামতির দিকটি তুলে ধরে তিনি বলেন, ‘‘বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটছে। যদিও সীমান্তরক্ষার দায়িত্ব বিএসএফের, তবুও রাজ্য পুলিশ তৎপর রয়েছে। অনুপ্রবেশকারীদের আমরা গ্রেফতার করছি এবং সঠিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নিচ্ছি।’’

পাশাপাশি, জঙ্গিদের গতিবিধি ট্র্যাক করতে এবং অনুপ্রবেশ রোধে পুলিশের তৎপরতার কথাও জানান ডিজি। তিনি বলেন, ‘‘বাংলার ভৌগোলিক অবস্থানের কারণে জঙ্গি সংগঠনগুলি আমাদের রাজ্যকে করিডর হিসেবে ব্যবহার করার চেষ্টা করে। তবে আমরা তা প্রতিরোধ করছি। জাল পাসপোর্ট এবং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে থানাগুলির পুলিশ সুপারদের আরও সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে।’’

ডিজি আরও বলেন, ‘‘আমাদের এই সাফল্যের কারণ হল মানুষের সহযোগিতা। আমরা যেমন মানুষের জন্য কাজ করছি, তেমনই মানুষও আমাদের সহায়তা করছেন। আমরা রাজ্যের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’’

অনেকে আশঙ্কা করছেন, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ সীমান্ত ব্যবহার করে জঙ্গি কার্যকলাপ ছড়ানো হচ্ছে। তবে ডিজি রাজীব কুমার আশ্বাস দিয়েছেন, ‘‘আমাদের উপর ভরসা রাখুন। আমরা আমাদের কাজ করে যাচ্ছি, নিঃশব্দে।’’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

আরও পড়ুন

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।