Home খবর রাজ্য দিঘায় পর্যটকদের জন্য ‘যাত্রীসাথী’ অ্যাপ ক্যাব পরিষেবা চালু, অতিরিক্ত ভাড়া নিলে অভিযোগের...

দিঘায় পর্যটকদের জন্য ‘যাত্রীসাথী’ অ্যাপ ক্যাব পরিষেবা চালু, অতিরিক্ত ভাড়া নিলে অভিযোগের সুযোগও

app cab

শহর কলকাতার মতো এবার সৈকতশহর দিঘাতেও চালু হল ‘যাত্রীসাথী’ অ্যাপ ক্যাব পরিষেবা। পর্যটকদের জন্য অটো ও ট্যাক্সি বুকিংয়ের সুবিধা আনতে জেলা পুলিশের উদ্যোগে বুধবার এই পরিষেবার সূচনা করা হয়।

বুধবার বিকেলে ওল্ড দিঘায় অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন ডিএসপি (ডিঅ্যান্ডটি) আবু নুর হোসেন, জেলা ট্রাফিক অফিসার শ্যামল মণ্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন পতাকা নেড়ে চালু করা হয় নতুন ট্রাফিক বাইক পরিষেবাও।

‘যাত্রীসাথী’ অ্যাপ পরিষেবার বিশেষ দিক:

  • স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করে পর্যটকরা সহজেই অটো বা ট্যাক্সি বুক করতে পারবেন।
  • বুকিং করলেই গাড়ি পৌঁছে যাবে হোটেল বা দর্শনীয় স্থানের সামনে।
  • দিঘা, মন্দারমণি, তাজপুর সহ বিভিন্ন পর্যটন এলাকায় ঘোরার সুযোগ মিলবে অ্যাপের মাধ্যমে।
  • প্রাথমিকভাবে ২৫০টি গাড়ি সংযুক্ত করা হয়েছে এই পরিষেবায়।
  • নির্ধারিত ভাড়ার কারণে অতিরিক্ত ভাড়া নেওয়ার ঝুঁকি থাকবে না।
  • ভাড়ার বেশি নিলে সরাসরি অ্যাপে অভিযোগ জানাতে পারবেন পর্যটকরা, পুলিশ ব্যবস্থা নেবে দ্রুত।

এছাড়া নতুন ট্রাফিক বাইক পরিষেবা চালু হওয়ায় দিঘায় টহলদারি, যানজট মোকাবিলা ও নিরাপত্তা নজরদারিতে সুবিধা হবে বলে আশাবাদী প্রশাসন।

পর্যটকদের জন্য এই উদ্যোগ নিরাপদ, সুলভ ও ঝামেলাহীন ভ্রমণ নিশ্চিত করবে বলে মনে করছে পুলিশ প্রশাসন।

আরও পড়ুন: মোবাইল-ল্যাপটপে বুঁদ শিশুরা! স্ক্রিনটাইমেই বাড়ছে হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, মানসিক অবসাদের ঝুঁকি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version