Home খবর রাজ্য ‘অসত্য’ বিবৃতির জন্য অভিষেককে ক্ষমা চাইতে বলল ডাক্তারদের সংগঠন; ‘অভিষেক ঠিকই বলেছে’,...

‘অসত্য’ বিবৃতির জন্য অভিষেককে ক্ষমা চাইতে বলল ডাক্তারদের সংগঠন; ‘অভিষেক ঠিকই বলেছে’, বলল তৃণমূল  

0



কলকাতা: ‘সমাজমাধ্যমে অসত্য এবং বিদ্বেষপ্রসূত বিবৃতি দেওয়ার জন্য’ তৃণমূল নেতা
ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্ত ক্ষমা চাইতে বলল ডাক্তারদের সংগঠন ‘জয়েন্ট
প্ল্যাটফর্ম অফ ডক্টর্স, ওয়েস্ট বেঙ্গল’। ইতিমধ্যে সোমবার তৃণমূলের ‘এক্স’ হ্যান্ডেলে
বলা হয়েছে, “অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন, প্রতিবাদের বেদিতে নিরপরাধ মানুষের জীবন কখনওই বলি দেওয়া উচিত নয়।”

গত ৬ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে লেখেন, “সড়ক দুর্ঘটনার পরে কোনোরকম চিকিৎসা না পেয়ে ৩ ঘণ্টা ধরে রক্তপাতের পর কোন্নগরের একটি তরুণ প্রাণ হারাল। আরজি করের ঘটনার প্রেক্ষিতে ডাক্তারদের যে প্রতিবাদ আন্দোলন চলছে, এটি তারই পরিণতি।”

এই বক্তব্য খারিজ করে দিয়ে ডাক্তারদের সংগঠন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৮ সেপ্টেম্বর একটি চিঠি দেয় এবং তাতে গোটা ঘটনাটির ব্যাখ্যা দেয়। চিঠিতে তাঁরা লিখেছেন, “আপনার এই বিবৃতি স্পষ্টতই মিথ্যা এবং বিভ্রান্তিকর। একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার জেরে ওই তরুণ পলিট্রমায় আক্রান্ত হন। শ্রীরামপুর থেকে তাঁকে কোনো বড়ো স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ওই দিন অর্থাৎ ৬ সেপ্টেম্বর সকাল ৯.১০ মিনিটে তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়।”

চিঠিতে আরও বলা হয়েছে, “কর্তব্যরত ডাক্তাররা তাঁকে সঙ্গে সঙ্গে দেখেন এবং দফায় দফায় তাঁর চিকিৎসা করে যান। শেষ পর্যন্ত অস্থায়ী ডেথ সার্টিফিকেটে যা বলা হয়েছে সেইমতো সাড়ে ১২টায় তাঁর দুর্ভাগ্যজনক মৃত্যু হয়। এ বিষয়ে আরজিকেএমসিএইচ-এর এমএসভিপি-র বিবৃতি আমাদের এই দাবির সত্যতা পরিষ্কারভাবে প্রমাণ করে এবং আপনার পোস্ট খণ্ডন করে।”

চিঠিতে বলা হয়েছে, “চিকিৎসা না পেয়ে তিন ঘণ্টা ধরে রোগীর রক্তপাত হওয়ার” যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার কোনো ভিত্তি নেই এবং যে পেশাদার চিকিৎসকরা তাঁদের ক্ষমতার মধ্যে থেকে রোগীর জীবন বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেন তাঁদের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা হল।

“জনসমক্ষে আপনার বিবৃতি শুধুমাত্র তথ্যগতভাবে ভুলই নয়, সাংঘাতিক বিপজ্জনক। এ ধরনের ভুল তথ্য ছড়িয়ে আপনি হিংসা চাগিয়ে তোলা এবং চিকিৎসাসেবায় যুক্ত সম্প্রদায়ের বিরুদ্ধে শত্রুতা সৃষ্টি করার ঝুঁকি নিচ্ছেন, যে সম্প্রদায় ২০২৪-এর ৯ আগস্ট আরজিকেএমসিএইচ-এর ট্রেনি ডাক্তারের বিরুদ্ধে ঘৃণ্য অপরাধ সংঘটিত হওয়ার পর থেকে অত্যন্ত চাপ এবং মানসিক বেদনার মধ্যে রয়েছে”, বলা হয়েছে ডাক্তারদের সংগঠনের চিঠিতে।

জবাব তৃণমূলের

ডাক্তারদের সংগঠন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্ত ক্ষমা চাইতে বলার পরদিন সোমবার সমাজমাধ্যমে তৃণমূল কংগ্রেস তার জবাব দিয়েছে। নিজেদের ‘এক্স’ হ্যান্ডেলে প্রথমে সন্তানহারা জননীর বক্তব্য প্রকাশ করা হয়েছে। তাতে তিনি বলেছেন, ‘‘চিকিৎসার অভাবে আমার ছেলে মারা গিয়েছে।’’ তার পরেই তৃণমূলের তরফে লেখা হয়েছে, ‘‘আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত পেশাদারদের প্রাথমিক দায়িত্ব জীবন বাঁচানো। অবহেলার কারণে মৃত্যু ঘটতে না দেওয়া! অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন, প্রতিবাদের বেদিতে নিরপরাধ মানুষের জীবন কখনওই বলি দেওয়া উচিত নয়।”

আরও পড়ুন

‘পুজোয় ফিরে আসুন’ মমতার আহ্বান, তীব্র সমালোচনায় সরব আন্দোলনকারী থেকে বিরোধীরা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version