রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরুর আগেই নবান্নে বড়সড় প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ জন জেলাশাসক, একাধিক অতিরিক্ত জেলাশাসক (ADM) ও সচিব পর্যায়ের মোট ১৭ জন আমলা-কে বদলি করা হয়েছে। সোমবার রাতে নবান্ন থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
সরকারি সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, মালদহ, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে নতুন জেলাশাসক নিয়োগ করা হয়েছে।
এছাড়া অন্তত ২০টি জেলার অতিরিক্ত জেলাশাসকদেরও বদলি করা হয়েছে।
নবান্নের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়েকটি জেলাকে “স্পর্শকাতর জেলা” হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেসব জায়গায় অভিজ্ঞ আধিকারিকদের পাঠানো হয়েছে।
সচিব ও পুর প্রশাসনেও রদবদল
জেলাশাসকদের পাশাপাশি বিভিন্ন দপ্তরের সচিব পর্যায়েও ব্যাপক রদবদল ঘটেছে। প্রশাসনিক মহলে খবর, কলকাতা পুরসভাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে।
নবান্ন সূত্রে ইঙ্গিত, জেলা পুলিশ প্রশাসন ও পুর প্রশাসনেও শীঘ্রই আরও বদলি হতে পারে।
ওয়াকিবহাল মহলের মতে, আগামী বছর বিধানসভা ভোটের আগে এসআইআরের কাজের প্রস্তুতি চলছে জোরকদমে। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে এই রদবদল।
তবে অন্য একাংশের দাবি, এই পরিবর্তন ‘রুটিন বদলি’— তিন বছরের বেশি একই বিভাগে থাকা আধিকারিকদের নিয়ম মেনে স্থানান্তর করা হয়েছে।
আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর কাজ চলবে রাজ্যজুড়ে। সেই প্রেক্ষিতেই প্রশাসনিক পুনর্বিন্যাসকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us