Homeখবররাজ্য‘বাঞ্ছারামের বাগান’ শূন্য করে চলে গেলেন মনোজ মিত্র

‘বাঞ্ছারামের বাগান’ শূন্য করে চলে গেলেন মনোজ মিত্র

প্রকাশিত

কলকাতা: নাট্যকার-অভিনেতা মনোজ মিত্র প্রয়াত। ৮৬ বছর বয়সে ‘বাঞ্ছারামের বাগান’ শূন্য করে চলে গেলেন তিনি। মঙ্গলবার সকালে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তাঁর প্রয়াণের খবর দেন তাঁর ভাই তথা প্রখ্যাত সাহিত্যিক অমর মিত্র।

প্রখ্যাত নাট্যকারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনোজ মিত্রের মরদেহ মঙ্গলবার বিকেল ৩টে থেকে রবীন্দ্র সদনে শায়িত থাকবে।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রবীণ এই নাট্যকারের হৃদ্‌যন্ত্র ঠিকমতো কাজ করছিল না। রক্তচাপও খুব ওঠানামা করছিল। সোডিয়াম-পটাশিয়াম লেভেলে ভারসাম্য ছিল না। তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টাই ব্যর্থ হল। প্রয়াত হলেন মনোজ মিত্র।

মনোজ মিত্রের জন্ম ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর অবিভক্ত বাংলার সাতক্ষীরা জেলার ধূলিহর গ্রামে। স্কটিশ চার্চ কলেজে পড়ার সময়েই নাটকের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়েন। ১৯৫৭ সালে নাটকে অভিনয় শুরু করেন মনোজ। সেই সময় তিনি সঙ্গী হিসেবে পেয়েছিলেন বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্তদের। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগ দেন। প্রথম নাটক লেখেন ১৯৫৯ সালে, ‘মৃত্যুর চোখে জল’। তবে তাঁর খ্যাতি বাড়ে ১৯৭২-এ বিভাস চক্রবর্তী নির্দেশিত ‘চাক ভাঙা মধু’ নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি ‘সুন্দরম’ নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করেন। মাঝে ‘সুন্দরম’ ছেড়ে ‘ঋতায়ণ’ নামে এক দল গড়লেও আবার কিছু দিনের মধ্যে ‘সুন্দরম’-এ  ফিরে আসেন।

একসময় নাট্যমঞ্চ থেকে চলচ্চিত্রে আসেন এবং দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। তিনি সিনেমায় অভিনয় শুরু করেন ১৯৭৯ সালে। ‘বাঞ্ছারামের বাগান’ ছবিতে তাঁর অভিনয় কখনও ভোলার নয়। সত্যজিৎ রায়, তপন সিংহ, তরুণ মজুমদার, বাসু চট্টোপাধ্যায়ের একাধিক ছবি ছাড়াও মূল ধারার চলচ্চিত্রেও অভিনয় করেন মনোজ মিত্র।

সেপ্টেম্বরের শেষ দিকে নাট্যকারের মৃত্যু নিয়ে গুজব ছরিয়েছিল সমাজমাধ্যমে। সে সময়েও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। তাঁর ভাই অমর মিত্রকে ফেসবুকে পোস্ট করে জানাতে হয়েছিল, দাদার মৃত্যুর খবর ভুয়ো। তার পরেও গুজব চলতে থাকে। সে বার গুজব মিথ্যা প্রমাণ করে বাড়ি ফিরে এসেছিলেন মনোজ মিত্র। কিন্তু এ বার আর তা হল না। জীবননাট্য থেকে বিদায় নিলেন তিনি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

আরও পড়ুন

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।