Homeখবররাজ্য‘বাঞ্ছারামের বাগান’ শূন্য করে চলে গেলেন মনোজ মিত্র

‘বাঞ্ছারামের বাগান’ শূন্য করে চলে গেলেন মনোজ মিত্র

প্রকাশিত

কলকাতা: নাট্যকার-অভিনেতা মনোজ মিত্র প্রয়াত। ৮৬ বছর বয়সে ‘বাঞ্ছারামের বাগান’ শূন্য করে চলে গেলেন তিনি। মঙ্গলবার সকালে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তাঁর প্রয়াণের খবর দেন তাঁর ভাই তথা প্রখ্যাত সাহিত্যিক অমর মিত্র।

প্রখ্যাত নাট্যকারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনোজ মিত্রের মরদেহ মঙ্গলবার বিকেল ৩টে থেকে রবীন্দ্র সদনে শায়িত থাকবে।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রবীণ এই নাট্যকারের হৃদ্‌যন্ত্র ঠিকমতো কাজ করছিল না। রক্তচাপও খুব ওঠানামা করছিল। সোডিয়াম-পটাশিয়াম লেভেলে ভারসাম্য ছিল না। তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টাই ব্যর্থ হল। প্রয়াত হলেন মনোজ মিত্র।

মনোজ মিত্রের জন্ম ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর অবিভক্ত বাংলার সাতক্ষীরা জেলার ধূলিহর গ্রামে। স্কটিশ চার্চ কলেজে পড়ার সময়েই নাটকের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়েন। ১৯৫৭ সালে নাটকে অভিনয় শুরু করেন মনোজ। সেই সময় তিনি সঙ্গী হিসেবে পেয়েছিলেন বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্তদের। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগ দেন। প্রথম নাটক লেখেন ১৯৫৯ সালে, ‘মৃত্যুর চোখে জল’। তবে তাঁর খ্যাতি বাড়ে ১৯৭২-এ বিভাস চক্রবর্তী নির্দেশিত ‘চাক ভাঙা মধু’ নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি ‘সুন্দরম’ নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করেন। মাঝে ‘সুন্দরম’ ছেড়ে ‘ঋতায়ণ’ নামে এক দল গড়লেও আবার কিছু দিনের মধ্যে ‘সুন্দরম’-এ  ফিরে আসেন।

একসময় নাট্যমঞ্চ থেকে চলচ্চিত্রে আসেন এবং দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। তিনি সিনেমায় অভিনয় শুরু করেন ১৯৭৯ সালে। ‘বাঞ্ছারামের বাগান’ ছবিতে তাঁর অভিনয় কখনও ভোলার নয়। সত্যজিৎ রায়, তপন সিংহ, তরুণ মজুমদার, বাসু চট্টোপাধ্যায়ের একাধিক ছবি ছাড়াও মূল ধারার চলচ্চিত্রেও অভিনয় করেন মনোজ মিত্র।

সেপ্টেম্বরের শেষ দিকে নাট্যকারের মৃত্যু নিয়ে গুজব ছরিয়েছিল সমাজমাধ্যমে। সে সময়েও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। তাঁর ভাই অমর মিত্রকে ফেসবুকে পোস্ট করে জানাতে হয়েছিল, দাদার মৃত্যুর খবর ভুয়ো। তার পরেও গুজব চলতে থাকে। সে বার গুজব মিথ্যা প্রমাণ করে বাড়ি ফিরে এসেছিলেন মনোজ মিত্র। কিন্তু এ বার আর তা হল না। জীবননাট্য থেকে বিদায় নিলেন তিনি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

জমি-বাড়ি কিনলেই স্বয়ংক্রিয়ভাবে পুর-মিউটেশন! নতুন নিয়ম আনছে রাজ্য সরকার

জমি-বাড়ি কেনাবেচায় আর নয় পুরসভার দৌড়ঝাঁপ। রেজিস্ট্রেশনের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পুর-মিউটেশন। নতুন এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার, যাতে হয়রানি কমে ও কর সংগ্রহ বাড়ে।