দুর্গাপুজোর মৌসুমে ফের বৃষ্টি বাড়াল দুশ্চিন্তা। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় টানা বৃষ্টি চলছে। কলকাতাতেও মাঝেমাঝে ঝোড়ো হাওয়া বইছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপই এই দুর্যোগের মূল কারণ।
বুধবার সেই নিম্নচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। বর্তমানে তার অবস্থান উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উঁচু পর্যন্ত ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সিস্টেমটি ওড়িশা হয়ে ঝাড়খণ্ড-ছত্তীসগঢ়ের দিকে অগ্রসর হবে।
মৌসুমি অক্ষরেখাও এখন বিকানের, জয়পুর, দামোহ্, সম্বলপুর হয়ে সুস্পষ্ট নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত। এর ফলে সমুদ্র থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েক দিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ।
আগামী ছ’দিনের পূর্বাভাস:
- বৃহস্পতিবার: দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে প্রবল বৃষ্টি ও ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
- শুক্রবার: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
- শনিবার ও রবিবার: দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। বড় সতর্কতা নেই।
- সোমবার: পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি।
- মঙ্গলবার: দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।
এদিকে, উত্তরবঙ্গেও ভারী বর্ষণ চলবে।
- রবিবার ও মঙ্গলবার: জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি।
- সোমবার: দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বর্ষণ।
- মালদহ, উত্তর দিনাজপুর-সহ একাধিক জেলায় বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে।