Homeখবররাজ্যকুণাল ঘোষের পুজোয় রাজ্যপাল বোস, কেন আপত্তি শুভেন্দুর

কুণাল ঘোষের পুজোয় রাজ্যপাল বোস, কেন আপত্তি শুভেন্দুর

প্রকাশিত

কলকাতা: রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত নতুন নয়। এমনকী, রাজ্যপালের সঙ্গে রাজ্যের শাসকদলের নেতাদের সরাসরি বাক্‌যুদ্ধে জড়িয়ে পড়ার নজিরও রয়েছে একাধিক। বিশেষ করে, রাজ্যপালকে নিয়ে এর আগে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। সেসব ভুলে রবিবার, অষ্টমীর সকালে সুখিয়া স্ট্রিটে কুণালের পাড়ার পুজোয় হাজির হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যা নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। রাজ্যপালের যে ওই পুজোতে যাওয়া উচিত হয়নি, তেমনটাই দাবি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।

মহাষ্টমীর সকালে সুকিয়া স্ট্রিটের রামমোহন সম্মিলনীর পুজোয় অঞ্জলি দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই পুজো কমিটির চেয়ারম্যান কুণাল ঘোষ। রবিবার সকাল সকাল রামমোহন সম্মিলনীর ঠাকুর দেখতে পৌঁছে যান রাজ্যপাল বোস। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কুণাল ঘোষও। রাজ্যপাল গাড়ি থেকে নামার পর তাঁকে নিয়ে রামমোহন সম্মিলনীর মণ্ডপের ভিতরে ঢোকেন তৃণমূল মুখপাত্র। মণ্ডপের ভিতরের সাজসজ্জা ঘুরে দেখেন রাজ্যপাল। পুজোর থিম ও ভাবনার কথা রাজ্যপালকে বুঝিয়ে দেন কুণাল। রামমোহন সম্মিলনীর মণ্ডপে অষ্টমীর অঞ্জলিও দেন বোস।

হিন্দুস্তান টাইমস বাংলা-র রিপোর্ট অনুযায়ী, অষ্টমীর বিকালে নন্দীগ্রামে পুরোহিত ও নাপিত সম্প্রদায়ের হাতে সাহায্য প্রদান অনুষ্ঠানে যোগদান করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুখিয়া স্ট্রিটের রামমোহন সম্মিলনীতে রাজ্যপাল সিভি আনন্দ বসের যাওয়া নিয়ে শুভেন্দু আপত্তি জানান। তিনি বলেন, “উনি ব্যক্তিগতভাবে যেতেই পারেন। কিন্তু, ওঁর একটা পদমর্যাদা রয়েছে। সেটা ভাবা উচিত ছিল।”

এখানেই না থেকে শুভেন্দু আরও জানান, রাজ্যপাল তাঁর কাছে পরামর্শ চাইলে তিনি বেলুড় মঠে গিয়ে পুষ্পাঞ্জলি দিতে বলতেন। কিন্তু, রাজ্যপাল যেখানে গিয়েছেন সেখানে সারদার টাকা জলে গিয়েছে। তাই ওখানে রাজ্যপালের যাওয়া ঠিক হয়নি বলে জানান শুভেন্দু।

প্রসঙ্গত, এর আগে একাধিক রাজনৈতিক বিষয় নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করতে শোনা গিয়েছে কুণাল ঘোষকে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করছেন বলে রাজ্যপালকে আক্রমণ করেছেন বহুবার। তবে, সম্প্রতি দুর্গাপুজোর প্রাক্কালে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজভবনে গিয়ে দেখা করেন কুণাল। গোটা বিষয়টাই উৎসবের মরশুমে সৌজন্য সাক্ষাৎ মাত্র বলে দাবিও করেন তিনি।

আরও পড়ুন: মহাষ্টমীতে আলো ঝলমলে মহানগর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।