কলকাতা: পুজো মিটতেই আবার মাঠে নেমে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সাতসকালে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি-র হানা। জানা গিয়েছে, রেশন বণ্টন দুর্নীতি মামলায় উঠে এসেছে বর্তমানে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয়র নাম।
রেশন দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকাল থেকেই মাঠে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যেই আট জায়গায় চলছে তল্লাশি অভিযান। এ দিন মন্ত্রীর সল্টলেকের বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। সল্টলেকের বিসি ব্লকে পাশাপাশি দু’টি বাড়িতে (বিসি ২৪৪ এবং বিসি ২৪৫) সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।
ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারির পরেই নাম উঠে এসেছে জ্যোতিপ্রিয়র। তাঁর আপ্ত-সহায়ক অমিত দে-র বাড়িতেও সকালবেলাই হানা দেন গোয়েন্দারা। অমিতের নাগেরবাজারের দুটি ফ্ল্যাটেই হানা দিয়েছে ইডি। চার থেকে পাঁচজন আধিকারিকের পাশাপাশি রয়েছেন সিআফপিএফ জওয়ানও। যদিও, ফ্ল্যাটে নেই অমিত। যে আবাসনে তিনি বর্তমানে থাকেন সেখানে দু’টি ফ্ল্যাট আছে। কিন্তু দুটি ফ্ল্যাটেই তালা বন্ধ।
উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়। আপাতত বন দফতরের দায়িত্বে আছেন তিনি। এর আগে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। আর এ বারে প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন ইডি কর্তারা।
কয়েকদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছিলেন, রেশন কেলেঙ্কারিতে জড়িত বর্তমান ও প্রাক্তন খাদ্যমন্ত্রী। সুকান্ত সেই সময় দাবি করেছিলেন, রাজ্যের প্রচুর ব্যবসায়ী পিডিএসের চাল ঘুরপথে অন্য জায়গায় পাচার করে। এই চক্রের সঙ্গে নাকি বর্তমান এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জড়িত।
আরও পড়ুন: রেড রোডে পুজো কার্নিভাল শুক্রবার, শেষ মুহূর্তের প্রসতুতি তুঙ্গে