কলকাতা ও আশপাশের জেলায় শুক্রবার ব্যাপক তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার রাতে এক্স (X)-এ পোস্ট করে কেন্দ্রীয় সংস্থা জানায়, এই তল্লাশি অভিযান মূলত পুরসভা নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তের অংশ। শহরের বিভিন্ন জায়গা মিলিয়ে মোট ১৩টি স্থানে অভিযান চালানো হয়, যার মধ্যে রয়েছে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও তাঁর সংস্থা।
ইডি জানায়, অভিযানের সময় নগদ ৪৫ লক্ষ টাকা এবং বেশ কিছু সম্পত্তি ও ডিজিটাল নথি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে সেই টাকার কোনও যথাযথ ব্যাখ্যা মেলেনি বলে দাবি করেছে সংস্থা।
তবে, ইডির বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি যে —
- নগদ টাকা ঠিক কোন জায়গা থেকে বাজেয়াপ্ত হয়েছে,
- সুজিত বসুর দফতর বা সংস্থা থেকে কত টাকা উদ্ধার হয়েছে,
- বা বাজেয়াপ্ত নথিগুলি কোন দফতর বা সংস্থা থেকে পাওয়া গেছে।
ইডির পক্ষ থেকে শুধু জানানো হয়েছে, তল্লাশি চলাকালীন বেশ কিছু অপরাধমূলক নথি, যার মধ্যে সম্পত্তি সম্পর্কিত কাগজপত্র এবং ডিজিটাল প্রমাণ রয়েছে, উদ্ধার হয়েছে। নগদ ৪৫ লক্ষ টাকার উৎস সম্পর্কে কোনও পোস্টে কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।
উল্লেখ্য, কলকাতার পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে আগেই ইডি এবং সিবিআই একাধিকবার অভিযান চালিয়েছে। সম্প্রতি রাজ্যের কয়েকজন প্রভাবশালী প্রশাসনিক আধিকারিক ও ব্যবসায়ীর নামও উঠে এসেছে এই মামলায়।
দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থায় তল্লাশি চালানোর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। যদিও ইডির বিবৃতিতে তাঁর নাম উল্লেখ থাকলেও, এখনও পর্যন্ত কোনও সরাসরি আর্থিক লেনদেন বা অসংগতির কথা প্রকাশ্যে আনেনি কেন্দ্রীয় সংস্থা।