Home খবর রাজ্য রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বাদ প্রায় ৭ লক্ষ নাম, যুক্ত ১০...

রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বাদ প্রায় ৭ লক্ষ নাম, যুক্ত ১০ লক্ষ নতুন ভোটার

0

সোমবার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। নতুন তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৬ লক্ষ ৯৬ হাজার ৬৭০ জনের নাম। পাশাপাশি, ১০ লক্ষ ৭৮ হাজার নতুন ভোটারের নাম যুক্ত করা হয়েছে। এই তালিকা ২০২৫ সালের ১ জানুয়ারির হিসাব অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।

নতুন তালিকা থেকে যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে প্রধানত মৃত ভোটার এবং অন্য রাজ্যে চলে যাওয়া ব্যক্তিরাই রয়েছেন। প্রায় চার লক্ষ ভোটার কার্ড নিষ্ক্রিয় হিসাবে চিহ্নিত করা হয়েছে, যাঁদের বেশিরভাগই মৃত্যুবরণ করেছেন। এছাড়া প্রায় তিন লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, কারণ তাঁরা অন্য রাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। আরও ৯ হাজার ১৩০ জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যাঁরা দু’টি ভিন্ন জায়গায় নাম নথিভুক্ত করেছিলেন।

তালিকায় এখন রাজ্যের মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৬৩ লক্ষ ৯৬ হাজার ১৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ৮৭ লক্ষ ৯৩ হাজার ৭৪৩ জন, মহিলা ভোটার ৩ কোটি ৭৬ লক্ষ ৬১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ৮১১ জন।

সম্প্রতি রাজ্যের ভোটার তালিকা নিয়ে বিজেপি বিভিন্ন অভিযোগ তুলেছিল। তাঁদের দাবি ছিল, খসড়া তালিকায় প্রায় ১৭ লক্ষ নাম দুইবার নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৩২ হাজার ৮৮৬টি ক্ষেত্রে একই সচিত্র পরিচয়পত্র থাকলেও ভিন্ন জায়গায় নাম নথিভুক্ত ছিল। বিজেপি আরও অভিযোগ করেছিল, মৃত ভোটারদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন তালিকা প্রস্তুতের প্রক্রিয়ায় সব অভিযোগ খতিয়ে দেখে সেগুলির সমাধান করা হয়েছে। কমিশনের দাবি, এবার তালিকা থেকে দ্বৈত নাম ও মৃত ভোটারদের নাম মুছে ফেলা হয়েছে।

বর্তমানে বছরে চারবার ভোটার তালিকায় সংযোজন এবং বিয়োজনের কাজ করা হয়। পরবর্তী পর্যায়ে এই প্রক্রিয়া এপ্রিল, জুলাই এবং অক্টোবর মাসে সম্পন্ন হবে।

বাংলার পাশাপাশি সোমবার দিল্লির চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশিত হয়েছে। দিল্লির নতুন তালিকায় মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৫৫ লক্ষ ২৪ হাজার ৮৫৮ জন। উল্লেখ্য, দিল্লিতে শীঘ্রই বিধানসভা নির্বাচন হতে চলেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version