Home খেলাধুলো ক্রিকেট আয়ারল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা, হরমনপ্রীতের অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন কে?

আয়ারল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা, হরমনপ্রীতের অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন কে?

0

আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক (ওডিআই) সিরিজের জন্য ভারতের মহিলা ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিসিআই। নিয়মিত অধিনায়ক হরমনপ্রীত কৌর হাঁটুর চোটের কারণে বিশ্রামে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন স্মৃতি মন্ধানা। সিরিজটি শুরু হবে আগামী ১০ জানুয়ারি।

১৫ সদস্যের এই দলে হরমনপ্রীতের পাশাপাশি বিশ্রামে রয়েছেন পেসার রেণুকা সিং ঠাকুর। দলে জায়গা হয়নি অরুন্ধতী রেড্ডি এবং রাধা যাদবেরও। তবে রাঘবি বিস্ত, প্রতীকা রাওয়াল এবং প্রিয়া মিশ্র দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন। তেজল হাসাবনিস ফিরে এসেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করার পর।

সম্প্রতি সিনিয়র উইমেনস চ্যালেঞ্জার ট্রফির দলে ছিলেন শেফালি ভার্মা। ১৯৭ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু তাঁকে এই সিরিজেও দলে রাখা হয়নি। তবে বিসিসিআই সূত্রে জানা গেছে, চ্যালেঞ্জার ট্রফির জন্য মনোনীতদের মধ্যে আরও কয়েকজনকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।

আয়ারল্যান্ড সিরিজের ম্যাচগুলি ১০, ১২ এবং ১৫ জানুয়ারি রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১১টায়। এই সিরিজ ভারতের মহিলাদের জন্য ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে চলা উইমেনস প্রিমিয়ার লিগের আগে শেষ আন্তর্জাতিক মঞ্চ।

ভারতের দল (আয়ারল্যান্ড ওডিআই):

স্মৃতি মন্ধানা (অধিনায়ক), দীপ্তি শর্মা (সহ-অধিনায়ক), প্রতীকা রাওয়াল, হরলিন দেওল, জেমিমা রডরিগেজ, উমা চেত্রি (উইকেটকিপার), ঋচা ঘোষ (উইকেটকিপার), তেজল হাসাবনিস, রাঘবি বিস্ত, মিনু মণি, প্রিয়া মিশ্র, তনুজা কনওয়ার, টিটাস সাধু, সাইমা ঠাকুর, সায়ালি সাঠগারে।

আয়ারল্যান্ড তাদের সর্বশেষ টি-২০ সিরিজে বাংলাদেশকে হারালেও ৫০ ওভারের ফরম্যাটে তিনটি ম্যাচেই পরাজিত হয়েছে। যা এই সিরিজ ভারতীয় দলকে আরও আত্মবিশ্বাস জোগাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version