দীর্ঘ টানা বৃষ্টির পর অবশেষে রাজ্যজুড়ে মিলেছে স্বস্তি। আবহাওয়া দফতরের সর্বশেষ রিপোর্ট বলছে, আজ থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ — দুই জায়গাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বর্ষা এখন বিদায়ের শেষ পর্বে।
উত্তরবঙ্গের বিপর্যস্ত এলাকা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে সোমবার সকাল থেকেই আকাশ থেকে কালো মেঘ সরছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে রোদ্দুর। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিনের মধ্যেই উত্তরবঙ্গের আবহাওয়া একেবারে স্বাভাবিক হয়ে উঠবে।
দক্ষিণবঙ্গের দিকেও মিলছে আশার খবর। দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় সোমবার সকালে কিছুটা বৃষ্টি হলেও, দুপুরের দিকে তা কমে যাবে। কলকাতাসহ আশপাশের জেলাতেও আংশিক মেঘলা আকাশের মধ্যেই মিলবে রোদের দেখা।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আজ সকাল থেকেই বায়ুমণ্ডলে পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। দখিনা হাওয়ার জায়গা নিচ্ছে উত্তুরে হাওয়া। এই পরিবর্তনই জানিয়ে দিচ্ছে — মৌসুমি বায়ু এখন বিদায়ের পথে।
তবে আবহাওয়া দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে এখনও বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ মাইক্রোবার্স্ট (Microburst) ঘটতে পারে। অর্থাৎ ছোট এলাকায় স্বল্প সময়ের জন্য ভারী বৃষ্টি হতে পারে। যদিও সামগ্রিকভাবে রাজ্যে আর কোনও প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা নেই।
আরও পড়ুন: বৃষ্টি ও ভুটান থেকে আসা জলে প্লাবিত ডুয়ার্সের ৩০টি চাবাগান, বড় ক্ষতির আশঙ্কা