Homeখবররাজ্যপুজোর আগেই খুলছে ফরাক্কার নতুন চার লেনের সেতু, বদলাবে উত্তর-দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ

পুজোর আগেই খুলছে ফরাক্কার নতুন চার লেনের সেতু, বদলাবে উত্তর-দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ

ফরাক্কার নতুন চার লেনের সেতু পুজোর আগেই চালু হতে চলেছে। যানজটের দুর্ভোগ কমিয়ে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগে আসবে আমূল পরিবর্তন। প্রকল্পে ব্যয় ৬২২ কোটি টাকা।

প্রকাশিত

পুজোর আগেই খুলতে চলেছে ফরাক্কার নতুন চার লেনের সেতু। প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি চালু হলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ ব্যবস্থায় আসবে বড় রদবদল। যাত্রী ও পরিবহণ শিল্প উভয়ের কাছেই এটি হবে স্বস্তির বার্তা।

২০১৮ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল সেতু নির্মাণের কাজ। লক্ষ্য ছিল ২০২১ সালের ডিসেম্বরে কাজ শেষ করা। কিন্তু নানা কারণে নির্মাণের গতি বারবার থমকে যায়। অবশেষে চলতি বছরই সেই কাজ শেষ হওয়ার পথে।

নতুন সেতুর বিশেষত্ব

  • মোট দৈর্ঘ্য: ৫.৪৬৮ কিমি (নদীর উপর মূল সেতু ২.৫৮ কিমি, বাকি অ্যাপ্রোচ রোড)
  • প্রস্থ: ২৫ মিটার (৮২ ফুট)
  • পিলার: ৮৪টি
  • প্রকল্প ব্যয়: প্রথমে ৫২১ কোটি, বেড়ে ৬২২.০৪ কোটি টাকা
  • নির্মাতা সংস্থা: এক চিনা সংস্থা ও বিশাখাপত্তনমের এক সংস্থার যৌথ দায়িত্বে কাজ

কেন প্রয়োজন নতুন সেতু?

বর্তমানে ফরাক্কা ব্যারাজের উপর যে সেতুটি চালু আছে, সেটি কেবল দু’লেনের। অথচ উভয় দিকেই জাতীয় সড়ক-১২ এখন চার লেনের। যানবাহনের চাপও বিপুল—যেখানে আগে দৈনিক গাড়ির সংখ্যা ছিল ৩,০০০, এখন তা বেড়ে ১২,০০০ ছাড়িয়েছে। এর ফলে প্রতিদিনই ভয়াবহ যানজটে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে।

নতুন সেতু চালু হলে শুধু যানজট কমবেই না, বরং ফরাক্কা ব্যারাজের নিরাপত্তাও নিশ্চিত হবে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ভারী যান চলাচলে ব্যারাজের লকগেট ও সেতু ক্ষতিগ্রস্ত হচ্ছিল। নতুন চার লেনের সেতু সেই চাপ অনেকটাই হালকা করবে।

কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা

প্রকল্প আধিকারিক ভেঙ্কটেশ স্বামী সম্প্রতি জেলা প্রশাসনের সঙ্গে সেতু পরিদর্শন করেছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, পুজোর আগেই সেতু চালুর লক্ষ্যে দ্রুত গতিতে চলছে কাজ।

 আশার আলো

ফরাক্কার এই নতুন সেতু চালু হলে কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ হয়ে উত্তরবঙ্গগামী সড়ক যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে। উৎসবের মরসুমের আগে এটি চালু হলে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গের যোগাযোগ আরও সহজ এবং দ্রুত হবে, এমনটাই আশা করছেন বিশেষজ্ঞ ও স্থানীয় মানুষ।

পড়তে পারেন: ২২ আগস্ট কলকাতায় একাধিক মেট্রোর নতুন রুটের উদ্বোধন করতে পারেন  প্রধানমন্ত্রী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।