Home খবর রাজ্য কিংবদন্তি শিল্পী কানাই দাস বাউলের অসুস্থতায় পাশে দাঁড়াল সহজিয়া ফাউন্ডেশন ও বাউল-ভক্তরা

কিংবদন্তি শিল্পী কানাই দাস বাউলের অসুস্থতায় পাশে দাঁড়াল সহজিয়া ফাউন্ডেশন ও বাউল-ভক্তরা

0
কানাই দাস বাউল।

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোকসংগীতশিল্পী কানাই দাস বাউলের হঠাৎ অসুস্থতায় পাশে দাঁড়াল সহজিয়া ফাউন্ডেশন ও বাউল-ভক্তরা। আপাতত তিনি সুস্থ হয়ে তাঁর বাড়িতে ফিরে গিয়েছেন। তবে এখন বেশ কিছু দিন তাঁর ক্রনিক শারীরিক সমস্যার দীর্ঘকালীন চিকিৎসা চলবে।      

বীরভূমের তারাপীঠের প্রবীণ শিল্পী কানাই দাস বাউল গত ১৫ জানুয়ারি পৌষ সংক্রান্তির দিন জয়দেব কেঁদুলি মেলার একটি অস্থায়ী আখড়ায় খুবই অসুস্থ হয়ে পড়েন। শিষ্য-ভক্তদের ঐকান্তিক চেষ্টায় তাঁকে ওখানকার একটি স্থায়ী আশ্রমে নিয়ে যাওয়া হয়। ওই দিন বিকেলে জয়দেব মেলায় গিয়ে পৌঁছোন আকাশ আটের জনপ্রিয় উপস্থাপক, জি বাংলার গ্রুমার ‘সহজিয়া’র কর্ণধার দেব চৌধুরী।

চিকিৎসা চলছে শিল্পীর।

কানাই দাস বাউলের অসুস্থতার খবর পেয়েই সহজিয়ার দেব-সুপ্রতীম, ইউটিউবার গোবিন্দ-নন্দন, সিনেমাটোগ্রাফার কৌশিক ও সুব্রত মেলার সেন্ট্রাল পুলিশ বুথে বিষয়টা জানান। সঙ্গে সঙ্গেই সরকারি অ্যাম্বুলেন্স আসে এবং মুহূর্তের তৎপরতায় প্রবল শ্বাসকষ্ট আর জ্বর অবস্থায় কানাই দাস বাউলকে জয়দেব প্রাইমারি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। ডক্টর শুভ বিশ্বাস ও সিস্টার জয়াবতী লোহারের অধীনে ঘন্টা দুয়েক চিকিৎসার পর বোলপুর সিয়ান হাসপাতালে তাঁর বাকি চিকিৎসা হয়। বর্তমানে সুস্থ হয়ে নিজের বাড়ি ফিরে গিয়েছেন শিল্পী। তবে ওঁর ক্রনিক অ্যাজমা ও ডায়াবেটিসের সমস্যার জন্য দীর্ঘকালীন চিকিৎসা চলবে।

কানাই দাস বাউল দেশে-বিদেশে অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেছেন। ২০১৯-এ তিনি ‘সহজিয়া সম্মান’ পেয়েছিলেন। প্রখ্যাত আর্ট হিস্টোরিয়ান ও জয়পুর লিটারেরি ফেস্টের অন্যতম প্রতিষ্ঠাতা উইলিয়াম ডারলিম্পল তাঁর বিখ্যাত বই ‘Nine Lives’-এ ‘The songs of the blind minstrel’ নামে এই কানাই দাস বাউলকে নিয়েই একটা সম্পূর্ণ অধ্যায় লেখেন।

লোকশিল্পীদের পাশে থাকার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন, বীরভূম জেলা পুলিশ এবং স্বাস্থ্য দফতরকে ‘সহজিয়া’র পক্ষ থেকে দেব ও বাউল-ভক্তরা অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন:

বিভেদ তৈরির চেষ্টা, বিবিসি-র বিতর্কিত তথ্যচিত্র নিয়ে সতর্কতা প্রধানমন্ত্রী মোদীর

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version