মকর সংক্রান্তিতে জমজমাট গঙ্গাসাগর মেলা। শনিবার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে শুরু হচ্ছে মকরস্নানের পুণ্যলগ্ন। চলবে রবিবার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট পর্যন্ত। বহু সংখ্যক পুণ্যার্থী পৌঁছেছেন গঙ্গাসাগরে। এ বার মেলায় আগত পুণ্যার্থীর সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলেই মনে করছে প্রশাসন। যা অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যেতে পারে।