সিনে দুনিয়ায় এই প্রথম। পরিচালক হিসাবে আত্মপ্রকাশ হতে চলেছে। কী গল্প রয়েছে এই নতুন পরিচালকের ঝুলিতে।
হর্ষ নেওটিয়ার কন্যা পরমা নেওটিয়ার পরিচালনায় প্রথম ছবি ‘মিথ্যে প্রেমের গান’। গতকাল প্রকাশ্যে এসেছে এই ছবির ফার্স্টলুক। তবে এই ছবির ট্রেলার লঞ্চ হতে আর একদিন বাকী। এই কাহিনিতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, ঈশা সাহা ও অনির্বাণ চক্রবর্তী।
সঙ্গীতশিল্পী ও গীতিকার অভিকের চরিত্রে এবার বড় পর্দায় ধরা দেবেন অনির্বাণ। ঈশাকে দেখা যাবে একজন সাংবাদিকের ভূমিকায়। তাঁর চরিত্রের নাম অন্বেষা। অন্যদিকে অর্জুন এছবিতে একজন শাস্ত্রীয় গায়ক- আদিত্যর চরিত্রে।
নিও স্টোরিজের প্রযোজনায় মুক্তি পেতে চলেছে এই কাহিনি। পরিচালনার দায়িত্বে থাকছেন পরমা নেওটিয়া। জানা গিয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘মিথ্য়ে প্রেমের গান’। আর কোন কোন অভিনেতা আছে এই ছবিতে তা অবশ্য জানা যাইনি।
এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন কুন্তল দে, রণজয় ভট্টাচার্য ও সৌম্যঋত। প্রসঙ্গত, এর আগে ‘ডিটেকটিভ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন ঈশা ও অনির্বাণ। অন্যদিকে ঈশা ও অর্জুনকে দেখা গিয়েছে সোনাদা ফ্র্যাঞ্চাইজির একাধিক ছবিতে।
ভিডিও-ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও জানতে পড়ুন খবর অনলাইন।