Homeখবররাজ্যসরকারি প্রকল্পের অর্থ ব্যয়ে সময়সীমা নির্ধারণ, নির্দেশিকা জারি নবান্নের

সরকারি প্রকল্পের অর্থ ব্যয়ে সময়সীমা নির্ধারণ, নির্দেশিকা জারি নবান্নের

প্রকাশিত

সরকারি প্রকল্পের অর্থ ব্যয়ের জন্য নির্ধারিত সময়সীমা বেঁধে দিল নবান্ন। লক্ষ্য, বরাদ্দ অর্থের সম্পূর্ণ ব্যবহার নিশ্চিত করা এবং অব্যবহৃত টাকা ফেরত যাওয়া ঠেকানো। ইতিমধ্যেই এই বিষয়ে সমস্ত দফতরকে নির্দেশিকা পাঠানো হয়েছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে, উন্নয়নমূলক কাজে কোনওরকম ঢিলেমি বরদাস্ত করা হবে না।

প্রশাসনের পর্যবেক্ষণে উঠে এসেছে, প্রতি অর্থবর্ষের শেষে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্পের অর্থ খরচ না হওয়ায় তা ফেরত যাচ্ছে। এবার থেকে সেই সমস্যা রুখতে অর্থ ব্যয়ের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি প্রকল্পের অর্থ যেন যথাযথ ভাবে, নির্দিষ্ট সময়ের মধ্যেই খরচ করা হয় এবং খরচের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকে। সামাজিক প্রকল্পগুলির জন্য রাজ্য বাজেটে বরাদ্দ অর্থ দ্রুত কাজে লাগানোর ওপর জোর দেওয়া হয়েছে।

এছাড়া, কর্মীদের বেতন, পেনশন, ভাতা এবং অন্যান্য অর্থপ্রদানের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা ধার্য করা হয়েছে। সমস্ত দফতরকে জানানো হয়েছে, আগামী ২ এপ্রিলের মধ্যে সমস্ত বেতন, ভাতা ও মজুরি পরিশোধ করতে হবে। ট্রেজারি ও পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসে বিল জমা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা মেনে চলতে বলা হয়েছে, যাতে শেষ মুহূর্তে সমস্যা না হয়।

সরকারি কর্মীদের বকেয়া, অবসরকালীন ভাতা এবং ট্রাভেল অ্যালাওয়েন্স সংক্রান্ত বিল জমার ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ২৮ মার্চের পর কোনও বিল ট্রেজারিতে পাঠানো যাবে না। আপত্তি তোলা বিল পুনরায় জমা দেওয়ার শেষ তারিখ ১৭ মার্চ ধার্য করা হয়েছে।

নবান্নের এই নতুন নির্দেশনার ফলে উন্নয়নমূলক কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে এবং বরাদ্দ অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

আরও পড়ুন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।