Homeখবররাজ্যসিবিআই মামলায় পার্থ-সহ পাঁচ জনের জামিন আবেদন খারিজ করল হাইকোর্ট

সিবিআই মামলায় পার্থ-সহ পাঁচ জনের জামিন আবেদন খারিজ করল হাইকোর্ট

প্রকাশিত

নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআইয়ের করা মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ পাঁচ জনের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চ। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ মঙ্গলবার এই সিদ্ধান্ত জানায়। এর ফলে পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্‌হা, সুবীরেশ ভট্টাচার্য এবং অশোককুমার সাহার আপাতত কারাবাস অব্যাহত থাকবে।

বিচারপতি চক্রবর্তীর পর্যবেক্ষণ, এই মামলায় অভিযোগ অত্যন্ত গুরুতর। তিনি বলেন, “অযোগ্য প্রার্থীদের শিক্ষকতার চাকরি পাইয়ে দেওয়া শিক্ষাব্যবস্থার মানকে ধ্বংস করে। যাঁরা সততার সঙ্গে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।” তিনি আরও প্রশ্ন করেন, “অভিযুক্তদের বিরুদ্ধে ট্রায়ালের অনুমতি দেওয়া নিয়ে রাজ্য সরকার এখনও কেন নীরব?”

এ ব্যাপারে তাঁর পর্যবেক্ষণ, “লোকসভা ভোটের আগে থেকে অভিযুক্তদের ট্রায়াল নিয়ে রাজ্য অবস্থান জানায়নি। বুঝতে হবে অভিযুক্তদের সঙ্গে রাজ্যের এখনও সম্পর্ক রয়েছে।”

ডিভিশন বেঞ্চে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের রায়ে মতানৈক্যের কারণে মামলাটি প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি চক্রবর্তীর একক বেঞ্চে পাঠানো হয়। এর আগে বিচারপতি বন্দ্যোপাধ্যায় নয় জন অভিযুক্তের জামিন মঞ্জুর করলেও পার্থ-সহ পাঁচ জনের জামিনে আপত্তি জানান বিচারপতি সিংহ রায়।

তিনি কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম, সুব্রত সামন্ত রায় এবং চন্দন ওরফে রঞ্জন মণ্ডলের জামিন মঞ্জুর করলেও পার্থ, সুবীরেশ, অশোক, কল্যাণময়, শান্তিপ্রসাদের জামিনে ‘না’ করে দেন। যে কারণে এই পাঁচ জনের জামিন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।

এখনও পর্যন্ত মামলার নিষ্পত্তি না হওয়ায় পার্থ-সহ অভিযুক্তদের কারাবাসের মেয়াদ আরও বেড়ে গেল বলেই ধরে নেওয়া যেতে পারে।

আরও পড়ুন: বড়দিনে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, দার্জিলিং ও সিকিমে হতে পারে তুষারপাত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।