Homeখবররাজ্যসিবিআই মামলায় পার্থ-সহ পাঁচ জনের জামিন আবেদন খারিজ করল হাইকোর্ট

সিবিআই মামলায় পার্থ-সহ পাঁচ জনের জামিন আবেদন খারিজ করল হাইকোর্ট

প্রকাশিত

নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআইয়ের করা মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ পাঁচ জনের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চ। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ মঙ্গলবার এই সিদ্ধান্ত জানায়। এর ফলে পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্‌হা, সুবীরেশ ভট্টাচার্য এবং অশোককুমার সাহার আপাতত কারাবাস অব্যাহত থাকবে।

বিচারপতি চক্রবর্তীর পর্যবেক্ষণ, এই মামলায় অভিযোগ অত্যন্ত গুরুতর। তিনি বলেন, “অযোগ্য প্রার্থীদের শিক্ষকতার চাকরি পাইয়ে দেওয়া শিক্ষাব্যবস্থার মানকে ধ্বংস করে। যাঁরা সততার সঙ্গে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।” তিনি আরও প্রশ্ন করেন, “অভিযুক্তদের বিরুদ্ধে ট্রায়ালের অনুমতি দেওয়া নিয়ে রাজ্য সরকার এখনও কেন নীরব?”

এ ব্যাপারে তাঁর পর্যবেক্ষণ, “লোকসভা ভোটের আগে থেকে অভিযুক্তদের ট্রায়াল নিয়ে রাজ্য অবস্থান জানায়নি। বুঝতে হবে অভিযুক্তদের সঙ্গে রাজ্যের এখনও সম্পর্ক রয়েছে।”

ডিভিশন বেঞ্চে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের রায়ে মতানৈক্যের কারণে মামলাটি প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি চক্রবর্তীর একক বেঞ্চে পাঠানো হয়। এর আগে বিচারপতি বন্দ্যোপাধ্যায় নয় জন অভিযুক্তের জামিন মঞ্জুর করলেও পার্থ-সহ পাঁচ জনের জামিনে আপত্তি জানান বিচারপতি সিংহ রায়।

তিনি কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম, সুব্রত সামন্ত রায় এবং চন্দন ওরফে রঞ্জন মণ্ডলের জামিন মঞ্জুর করলেও পার্থ, সুবীরেশ, অশোক, কল্যাণময়, শান্তিপ্রসাদের জামিনে ‘না’ করে দেন। যে কারণে এই পাঁচ জনের জামিন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।

এখনও পর্যন্ত মামলার নিষ্পত্তি না হওয়ায় পার্থ-সহ অভিযুক্তদের কারাবাসের মেয়াদ আরও বেড়ে গেল বলেই ধরে নেওয়া যেতে পারে।

আরও পড়ুন: বড়দিনে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, দার্জিলিং ও সিকিমে হতে পারে তুষারপাত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।