Homeখবররাজ্যডিউটি ১২ ঘণ্টার বেশি নয়, রাতে হাসপাতালে সিনিয়ার ফ্যাকাল্টি বাধ্যতামূলক, নির্দেশিকা স্বাস্থ্যভবনের

ডিউটি ১২ ঘণ্টার বেশি নয়, রাতে হাসপাতালে সিনিয়ার ফ্যাকাল্টি বাধ্যতামূলক, নির্দেশিকা স্বাস্থ্যভবনের

প্রকাশিত

আরজি কর কাণ্ডে চিকিৎসকদের ডিউটি ঘিরে বিতর্কের পর, রাজ্যের চিকিৎসকদের কাজের সময় নিয়ে কড়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, এখন থেকে কোন‌ও চিকিৎসককে ১২ ঘণ্টার বেশি কাজ করতে হবে না। সপ্তাহে ৩০ ঘণ্টার কাজ ছ’দিনে ভাগ করে করা হবে।

তবে এখানেই শেষ নয়, চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ করা হয়েছে। সরকারি মেডিক্যাল কলেজগুলিতে সপ্তাহে ছ’দিন উপস্থিতি একপ্রকার বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি ইউনিটের চিকিৎসকদের অন্তর্বিভাগ ও এমার্জেন্সি পর্যবেক্ষণ বাধ্যতামূলক। রোগীদের পরিবারের সঙ্গে যোগাযোগ বাড়াতে চিকিৎসকদের প্রতি দিন দু’বার দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার রাতে আরজি কর মেডিক্যাল কলেজে সিনিয়র ফ্যাকাল্টির অনুপস্থিতি নিয়ে বিতর্ক হয়েছিল। এবার থেকে রাতেও সিনিয়র ফ্যাকাল্টির উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।

স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে, কর্তব্যে গাফিলতি প্রমাণ হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে রাজ্য মেডিক্যাল কাউন্সিল বা এনএমসির কাছে অভিযোগ জানানো হবে।

নির্দেশিকায় উল্লেখিত গুরুত্বপূর্ণ বিষয়

ডিউটির সীমা: কোন‌ও চিকিৎসককে ১২ ঘণ্টার বেশি কাজ করতে হবে না।

প্রাইভেট প্র্যাকটিস: সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে নিষিদ্ধ।

সিনিয়র ফ্যাকাল্টির উপস্থিতি: রাতে হাসপাতালে সিনিয়র ফ্যাকাল্টি থাকতে হবে।

চিকিৎসকদের ভূমিকা: শিক্ষক ও চিকিৎসকের দায়িত্ব পালন বাধ্যতামূলক।

দফতরের পরিদর্শন: অন্তর্বিভাগ ও এমার্জেন্সি পর্যবেক্ষণে চিকিৎসকদের সক্রিয় অংশগ্রহণ।

আন্দোলনকারী চিকিৎসকদের বক্তব্য, চিকিৎসকদের সংখ্যা না বাড়িয়ে এই নির্দেশিকা জারি করা আন্দোলন দমনের কৌশল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর, স্বাস্থ্য ভবনের এই পদক্ষেপ চিকিৎসাসেবার মান উন্নত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে দাবি সরকারের।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, সোমবারই ঘোষণা কমিশনের — ১ নভেম্বর থেকে ঘরে ঘরে বিএলও

নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর দিনক্ষণ। পশ্চিমবঙ্গ-সহ ১৫টি রাজ্যে মঙ্গলবার থেকেই কাজ শুরু। ১ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও।

অস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার।...

স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পের সমাজ ও সময়ের প্রতিফলন — আঠারোটি প্রবন্ধে বৈচিত্র্যে ভরপুর সংকলন

‘স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পে সমাজ ও সময়ের দ্বন্দ্ব’ সংকলনে আঠারোটি প্রবন্ধের মাধ্যমে প্রতিফলিত হয়েছে স্বাধীনোত্তর বাংলার সমাজ, রাজনীতি ও মানুষের অন্তর্জগৎ। সম্পাদনায় ড. রামেন্দ্র দাস।

আরও পড়ুন

বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, সোমবারই ঘোষণা কমিশনের — ১ নভেম্বর থেকে ঘরে ঘরে বিএলও

নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর দিনক্ষণ। পশ্চিমবঙ্গ-সহ ১৫টি রাজ্যে মঙ্গলবার থেকেই কাজ শুরু। ১ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও।

নিম্নচাপ পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে, কবে, কোথায় আছড়ে পড়বে? পশ্চিমবঙ্গে কী প্রভাব?

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে আছড়ে পড়তে পারে। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা। বাংলায় ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।

ভ্যাপসা গরমে অস্বস্তি, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কবে থেকে?

ভ্যাপসা গরমে জেরবার শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই।